বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই রেশন কার্ড রয়েছে। এই রেশন কার্ডের সাহায্যে আমরা প্রতি মাসে রেশন মাল পেয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে সারা ভারত বর্ষ জুড়ে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যে সমস্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড বায়োমেট্রিক লিংক করা থাকবে না সে সমস্ত রেশন কার্ড থেকে রেশন মাল পাওয়া যাবে না।
Wednesday, April 17, 2024
Friday, March 3, 2023
How to Complain AEPS Failed Transaction in NPCI ?
What is AEPS ?
AEPS stands for Aadhaar Enabled Payment System. It is a type
of payment system in India that allows individuals to perform banking
transactions using their Aadhaar number and biometric authentication. AEPS was
launched by the National Payments Corporation of India (NPCI) in 2016, and it has
since become a popular method of banking for individuals who do not have access
to traditional banking services or for those who prefer a more convenient and
secure way of banking.
Sunday, October 30, 2022
Spice money 0 balance Axis bank একাউন্ট এর বিভিন্ন সুবিধা এবং অসুবিধা

স্পাইস মানি রিটেইলারদের জন্যে সুখবর | রিটেলার রা তাদের স্পাইস মানি পোর্টাল থেকে অ্যাক্সিস ব্যাংকের সেভিংস এবং কারেন্ট একাউন্ট খুলতে পারবেন | স্পাইস মানের অধিকারীরা তাদের এলাকার জনসাধারণ দের অ্যাক্সিস ব্যাংকের জিরো ব্যালেন্স একাউন্ট খুলতে পারবেন |
Saturday, May 7, 2022
Friday, February 4, 2022
2022 সালের নতুন ট্রাফিক আইন , ট্রাফিক আইন অমান্য করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা
একসময় সেভ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে দুর্ঘটনার লাগাম টানা গিয়েছিল |কিন্তু চালকদের বেপরোয়া ভাবে গাড়ি চালানো দিনের দিন বেড়েই চলেছে |গাড়ি যাতে চালকরা বেপরোয়াভাবে চালাতে না পারে তাই ট্রাফিক চালানোর ওপর এবার জোর দিয়েছে রাজ্য |অর্থাৎ ট্রাফিক চালান আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে যাতে ট্রাফিক চালান দেওয়ার ভয়ে চালকরা নিরাপদ ভাবে গাড়ি চালাতে পারে |যেমন হেলমেট বিহীন চালকদের আগে ফাইন করা হতো মাত্র 100 টাকা কিন্তু এখন সেই ফাইন বাড়িয়ে 1000 টাকা করে দেয়া হয়েছে এভাবে প্রত্যেকটা ট্রাফিক আইন এর জন্য আলাদা আলাদা ফাইন করেছে রাজ্যের ট্রাফিক পুলিশ |আপনি যদি একজন গাড়ি অথবা বাইক নিত্য দৈনন্দিন জীবনে চালিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে কোন অপরাধের জন্য কত টাকা পর্যন্ত ফাইন হতে পারে |দৈনন্দিন জীবনে যে সমস্ত ট্রাফিক আইন গুলো ভাঙ্গার প্রবণতা বেশি থাকে সেই দিনগুলোর ওপর নতুন ট্রাফিক আইন নিয়ে আসা হয়েছে |
👉হেলমেট না থাকলে জরিমানা হতে পারে 1000 টাকা
👉ড্রাইভার এবং প্যাসেঞ্জার উভয়ই যদি সিটবেল্ট না লাগায় তাহলে জরিমানা দিতে হবে 1000 টাকা
👉গাড়ির বৈধ কাগজপত্র জরিমানা হতে পারে 2000 হাজার টাকা
👉বিপজ্জনকভাবে গাড়ি চালালে জরিমানা হতে পারে 5000 টাকা
👉গাড়ির বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে জরিমানা হতে পারে 5000 টাকা
👉গাড়ির বৈধ ফিটনেস সার্টিফিকেট না থাকলে জরিমানা হতে পারে 10000 টাকা
👉সাইলেন্ট জনে হর্ন বাজালে জরিমানা হতে পারে 1000 টাকা
👉দু চাকার আরোহীরা যদি নিরাপত্তা লংঘন করে তাহলে জরিমানা দিতে হবে 1000 টাকা
👉ড্রাইভার এবং প্যাসেঞ্জার উভয়ই যদি সিটবেল্ট না লাগায় তাহলে জরিমানা দিতে হবে 1000 টাকা
👉বৈধ এবং কার্যকর ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা হতে পারে 5000 টাকা
Wednesday, December 15, 2021
রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার আইডি কিভাবে পাবেন দেখুন |
রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার আইডি কিভাবে পাবেন
?
বর্তমানে সমস্ত রেশন কার্ড কে গ্রাহকদের আধার কার্ডের সাথে লিংক করাতে হবে | গ্রাহকরা চাইলে রেশন ডিলারের কাছে গিয়ে খুব সহজেই তাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারেন | আবার গ্রাহকরা চাইলেই যাদের কাছে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার আইডি রয়েছে তাদের কাছে গিয়েও লিঙ্ক করিয়ে নিতে পারেন |
Tuesday, November 16, 2021
Sunday, November 14, 2021
মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস RD অনলাইন থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?
মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস RD অনলাইন থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?
আজকের আর্টিকেলে আপনাদেরকে শেখানো হবে যে আপনারা কিভাবে অনলাইন থেকে মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর RD সার্ভিসকে রেজিস্ট্রেশন বা রিনুয়াল করবেন |বর্তমানে যারা আধার কার্ডের কাজ করেন বিশেষ করে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজ করেন তাদের প্রত্যেকের কাছেই মর্ফোসহ অন্য যেকোনো ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকে |এই মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কে প্রতিবছর RD সার্ভিস করাতে হয় |
Wednesday, October 6, 2021
আপনার ডিজিটাল রেশন কার্ড যদি হারিয়ে যায় তাহলে কিভাবে আরেকটি নতুন ডিজিটাল কার্ড পাবেন ?
আপনার ডিজিটাল রেশন কার্ড যদি হারিয়ে যায় তাহলে কিভাবে আরেকটি নতুন ডিজিটাল কার্ড পাবেন ?
বর্তমানে প্রায় সকলের কাছেই ডিজিটাল রেশন কার্ড রয়েছে |এই ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা বিনামূল্যে রেশন পেয়ে থাকি | বর্তমানে রেশন মাল পাওয়ার জন্য এই ডিজিটাল কার্ড রেশন দোকানে নিয়ে যেতে হয় |
Sunday, September 5, 2021
আপনার আধার কার্ডে কতগুলো সিম এক্টিভেট আছে এখনি জেনে নিন ||
বর্তমানে আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি |মোবাইল ফোনের সাথে সাথে আমাদেরকে অবশ্যই সিম কার্ড ব্যবহার করতে হয় |কারণ সিমকার্ড ছাড়া কোন ফোন বা এসএমএস বা ইন্টারনেট কখনোই সম্ভব নয় |আমরা বর্তমানে আধার কার্ডের সাহায্যে ই কেওয়াইসি করে সিমকার্ড বাজার থেকে কিনে নিয়ে আসি |
Tuesday, May 11, 2021
ধোঁয়া পরীক্ষা কেন্দ্র কিভাবে খুলবেন ? How To Open Pollution Check Center (PUC) ?
ধোঁয়া পরীক্ষা কেন্দ্র কিভাবে খুলবেন ?
আপনি আপনার এলাকায় একটি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলে মাসিক প্রচুর ইনকাম করতে পারেন | এই ব্যবসায় আপনি একবার ইনভেস্ট করে সারাজীবন ইনকাম করতে পারবেন |ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলে একদম সঠিক উপায়ে মাসে 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন |
শিক্ষাগত যোগ্যতা :
ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য নিম্নলিখিত যেকোনো একটি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে :
1.মোটর মেকানিক
2.অটো মেকানিক
3.ডিজেল মেকানিক
4.অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
উপরোক্ত সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে তবুও আপনি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলতে পারবেন সেক্ষেত্রে আপনার কাছে নিম্নলিখিত ডকুমেন্টগুলি থাকতে হবে |
1.FIRM
2.SOCIETY
3.TRUST
4.COMPANY
ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
1.আধার কার্ড
2.ভোটার কার্ড
3.প্যান কার্ড
4.10 টাকার স্ট্যাম্প পেপারে এফিডেভিট
5. NOC from the local authority
কিভাবে আবেদন করবেন ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য বাধা পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স নেয়ার জন্য ?
ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের লাইসেন্স নেয়ার জন্য মূলত দুই ভাবে আবেদন করা যায় অনলাইন থেকে এবং অফলাইনে থেকে |অনলাইন থেকে আবেদন করার লিংক নিচে দেয়া হল |
Apply Online Pollution Check Center
অফলাইনে আবেদন :অনলাইন ছাড়াও অনলাইনের মাধ্যমেও ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য আবেদন করা যায় |এক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী আরটিও RTO অফিসে যেতে হবে |এবং সেখানকার অধিকারের সাথে কথা বলে সমস্ত ডকুমেন্ট এবং ফ্রম সাবমিট করতে হবে |
ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য কি কি মেশিন লাগবে ?
1.COMPUTER
2.COLOR PRINTER
3.GAS ANALYZER
Sunday, May 9, 2021
Tuesday, April 27, 2021
Download On Duty Badge
Thursday, April 15, 2021
Monday, April 5, 2021
Friday, April 2, 2021
Wednesday, March 31, 2021
আবারো বাড়ানো হলো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক ( Pan Aadhaar Link) করার সময়সীমা
আবারো বাড়ানো হলো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক ( Pan Aadhaar Link) করার সময়সীমা | যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তারা আগামী 30 জুন পর্যন্ত লিংক করাতে পারবেন |
এ নিয়ে একাধিকবার প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করার সময়সীমা বাড়িয়েছে সরকার |যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তবে আপনার 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে |
সাধারণত বর্তমানে নতুন প্যান কার্ড করার সাথেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যায় |কারণ আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানালেই সেটা প্যান কার্ডের সাথে অটোমেটিক্যালি লিংক হয়ে যায় |কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা যায় না এই অবস্থায় আপনাকে অনলাইন থেকে ম্যানুয়ালি লিংক করাতে হয় |এছাড়া যাদের প্যান কার্ড আধার কার্ড বাদে অন্য কোন ডকুমেন্ট দিয়ে করা রয়েছে, তাদেরকেও এখন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে |
কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন অনলাইন থেকে ?অনলাইন থেকে সাধারণতঃ তিনভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যায় |
1. e-Filing
2. UTIITSL
3. NSDL
Tuesday, March 30, 2021
Sunday, March 21, 2021
অনলাইনে লেবার কার্ড এর জন্য আবেদন, How to apply for labour card online ?
How to apply for labour card online ?
আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে যে আপনারা কিভাবে অনলাইন থেকে লেবার কার্ড এর জন্য আবেদন করবেন |সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দারা অনলাইনের মাধ্যমেই লেবার কার্ড এর জন্য আবেদন করতে পারেন |যদি আপনার কাছে লেবার কার্ড থাকে তাহলে আপনারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পেয়ে থাকবেন |
লেবার কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যায় :লেবার কার্ড থেকে বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা পাওয়া যায় যেমন প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা |এক্সিডেন্টাল বা স্বাভাবিক মৃত্যুতেও পাওয়া যায় এককালীন টাকা |লেবার কার্ড থেকে যে সুবিধাগুলো পাওয়া যায় তার লিস্ট নিচে দেওয়া হল |
কি কি ডকুমেন্ট লাগবে লেবার কার্ড আবেদন করার জন্য :
1.আধার কার্ড
2.ভোটার কার্ড
3.রেশন কার্ড
4.ব্যাংকের পাস
5.পাসপোর্ট সাইজ ফটো
6.টিপসই অথবা সিগনেচার
কিভাবে লেবার কার্ড এর জন্য অনলাইনে আবেদন করবেন ?
লেবার কার্ড এর জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করে একটা একাউন্ট বানাতে হবে |অ্যাকাউন্ট বানানোর সাথে সাথেই আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনাকে লগইন করতে হবে |
আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার সাথে সাথে আপনার কাছে পশ্চিমবঙ্গের E-District ওয়েবসাইটটি খুলে যাবে |এবং সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই ফর লেবার কার্ড অপশন এ ক্লিক করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে