Tuesday, September 20, 2022

অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের 1500 টাকা | আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য |

  অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের 1500 টাকা |  আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য |



 এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর জন্য সব থেকে বড় খবর হল যুবশ্রী প্রকল্পের জন্য নতুন আপডেট| যুবশ্রী প্রকল্পের জন্য ডকুমেন্ট ভেরিফাই করার জন্য এখন আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে| বাড়িতে বসেই অনলাইন থেকে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পদ্ধতিটাও অনলাইন থেকেই হয়ে যাবে | এর ফলে বহু বেকার ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের লাভ নিতে পারবেন |

Saturday, September 17, 2022

অনলাইনে কিভাবে বাংলা সহায়তা কেন্দ্র জন্য আবেদন করতে হয় দেখুন

  অনলাইনে কিভাবে বাংলা সহায়তা কেন্দ্র  আবেদন 



 

আপনার যদি অনলাইন সাইবার ক্যাফে থাকে, আপনি যদি আপনার এলাকায় জনসাধারণকে বিভিন্ন রকম অনলাইন পরিষেবা দিয়ে থাকেন ,তাহলে আপনার জন্য বাংলা সহায়তা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটা পৌছাল একটা পোর্টাল |  এই বাংলা সহায়তা পোর্টাল থেকে আপনারা আপনার এলাকার জনসাধারণ কে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন রকম অনলাইন পরিষেবা দিতে পারবেন |  এই বাংলা সহায়তা কেন্দ্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি শুরু করেছেন সর্বসাধারণের জন্য |

Wednesday, April 6, 2022

প্রকাশিত হল যুবশ্রী প্রকল্পের তৃতীয় নামের লিস্ট 2022 | লিস্টে নাম থাকলেই মিলবে প্রতিমাসে ভাতা


 

 প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী প্রকল্পের তৃতীয় নামের লিস্ট |  যে সমস্ত আবেদনকারীরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তারা অবশ্যই এই নামের লিস্ট চেক করুন |  এই নামের লিস্টে আপনার নাম থাকলে আপনিও পেতে পারেন প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণের ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে |

Thursday, December 16, 2021

অনলাইন থেকে ট্রেড লাইসেন্স আবেদন করার পদ্ধতি ||


 


অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করা যায় ?

আপনি যদি অনলাইন থেকে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে চান তাহলে খুব সহজেই অনলাইন থেকে বাড়িতে বসেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন |  প্রথমদিকে অনলাইনে শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এলাকাতেই ট্রেড লাইসেন্স এর জন্য  আবেদন করা যেত |  কিন্তু এখন থেকে আপনারা পঞ্চায়েত এলাকাতেও ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন অনলাইন থেকেই |

যদি আপনাদের ছোটখাট কোন ব্যবসা থাকে এবং আপনারা সে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন থেকেই আবেদন করতে পারবেন |  অনলাইন থেকে বিভিন্ন ব্যবসার বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে সেই রকম আপনার নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে  আপনাদের ব্যবসার নামে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে পারবেন |

 

ট্রেড লাইসেন্স এর সুবিধা :

ট্রেড লাইসেন্স এর বিভিন্ন সুবিধা রয়েছে যেমন আপনি যদি আপনার ব্যবসার নামে একটা কারেন্ট একাউন্ট খুলেন তো সেক্ষেত্রে ব্যাংক থেকে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স চাওয়া হয়  | যদি আপনার কাছে আপনার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনারা খুব সহজেই যেকোনো ব্যাঙ্ক থেকে আপনার ব্যবসার নামে কারেন্ট একাউন্ট খুলতে পারবেন |  এছাড়াও আরো বিভিন্ন কাজে ট্রেড লাইসেন্স ব্যবহার হয়ে থাকে |

ট্রেড লাইসেন্স এর জন্য কি কি ডকুমেন্ট লাগে?
যার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স বানাবেন সেই ব্যক্তির একটি পরিচয় পত্র লাগবে যেমন—

আধার কার্ড

ড্রাইভিং লাইসেন্স

ভোটার কার্ড

জব কার্ড

প্যান কার্ড

পাসপোর্ট

রেশন কার্ড

{উপরের দেওয়া ডকুমেন্ট গুলির মধ্যে যেকোনো একটি আপনার কাছে থাকলেই আপনারা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন | }

উপরের ডকুমেন্টগুলো ছাড়াও যে জমির ওপর আপনার ব্যবসাটি রয়েছে সেই জমিটির রেকর্ড অথবা আপনার যদি ভাড়ার জায়গা হয় তাহলে সঠিক এগ্রিমেন্ট এর কপি লাগবে |

 

অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন ?

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করার অফিশিয়াল ওয়েবসাইট (https://wbprdgpms.in/)  আপনার সামনে খুলে যাবে |

Apply Online Trade 

এরপর উপরের বাম দিক থেকে  TRADE NOC উপর ক্লিক করতে হবে  | তাহলে আপনার কাছে ট্রেড লাইসেন্স এপ্লাই করার পুরো অ্যাপ্লিকেশন ফর্ম টি খুলে যাবে  | এই ফরমটি যথাযথভাবে ফিলাপ করতে হবে এবং ফিলাপ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে |  সাবমিট করার পর পেমেন্ট এর পেজ আসবে পেমেন্ট আপনাকে করতে হবে |  পেমেন্ট করার সাথে সাথেই আপনারা পেমেন্ট রিসিভ কপি এবং আপনার ট্রেড সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

Tutorial video


 

 

Sunday, November 7, 2021

CSC ছাড়াই e-SHRAM কার্ড আবেদন পদ্ধতি

 CSC  ছাড়াই e-SHRAM কার্ড আবেদন পদ্ধতি 



সারা ভারতবর্ষের প্রায় 38 কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে e-SHRAM কার্ড পোর্টাল |এই e-SHRAM কার্ড এর সুবিধা পাওয়ার জন্য e-SHRAM কার্ড পোর্টালে শ্রমিকদের নাম নথিভুক্তকরণ এর প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে |

Thursday, October 28, 2021

স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা আছে ? এখনই মোবাইল থেকে চেক করুন

 স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা আছে ?






বর্তমানে প্রায় সবার কাছেই স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে |রাজ্য সরকার সবাইকে বিনামূল্যে এই স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন | এই স্বাস্থ্য সাথী কার্ড এর সাহায্যে বিনামূল্যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা করা যায় | আপনি কি জানেন আপনার স্বাস্থ্য সাথী কার্ড এ বর্তমানে কত টাকা রয়েছে ?

Friday, September 3, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করুন অনলাইন থেকে | চালু করা হলো লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল

 চালু করা হলো লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল |লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করুন অনলাইন থেকে |




লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য চালু করা হলো নতুন একটি পোর্টাল |শুধুমাত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই পোর্টাল থেকে |এই পৌঁছালে আলাদা লগইন করার অপশন রয়েছে যার মাধ্যমে লগইন করে যাবতীয় তথ্য দেখাও যাবে |যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন তারা সকলেই এই পৌছাল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন |লক্ষীর ভান্ডার প্রকল্পে 25 থেকে 60 বছরের সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদেরকে প্রতিমাসে 500 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দেয়া হচ্ছে |


লক্ষীর ভান্ডার প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদেরকে একটা রিসিভ কপি দেয়া হয়েছে |এবং তার সাথে সাথে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটা কনফার্মেশন মেসেজ পেয়ে গিয়েছেন |এই মেসেজের মধ্যে স্ট্যাটাস চেক করার ট্রাকিং নাম্বার রয়েছে |ওই ট্রাকিং নাম্বার থেকে খুবই সহজে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস বা স্থিতি জানতে পারবেন সাধারন মানুষ |তুমি নতুন যে পোর্টালটি চালু করা হয়েছে সেখানে স্ট্যাটাস চেক করার কোন অপশন এখনো পর্যন্ত শো করছে না |আশা করি ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার অপশন সেখানে চলে আসবে এবং সাধারন মানুষ খুব সহজেই বুঝতে পারবেন তাদের আবেদনের স্থিতি |


লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল Click Here

আপনি যদি এখনও পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একটি ফরম সংগ্রহ করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে দিন |লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য আধার কার্ড ,ব্যাংকের পাস বই এবং খাদ্য সাথী কার্ড থাকলেই হবে |



Wednesday, August 11, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার ফরম ফিলাপ এবং প্রয়োজনীয় শর্ত সমূহ দেখে নিন এক নজরে

 পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছেন যেটার নাম লক্ষী ভান্ডার |এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদের আর্থিক উন্নতি করা |এই লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদেরকে 500 টাকা থেকে 1 হাজার টাকা প্রতিমাসে দেয়া হবে |


কারা কারা লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন ?

1 . পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী মহিলা বাসিন্দারাই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন

2 .  লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে হলে অবশ্যই সেই পরিবারের মহিলাদেরকে স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে থাকতে হবে |

3 . পরিবারের প্রতিটি মহিলারাই এই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন |

i ) তবে অবশ্যই প্রতিটি মহিলাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে |

ii) বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে |

iii) কোন সরকারি চাকরি করেন এমন মহিলারা আবেদন করতে পারবেন না |এবং যারা সরকারি পেনশন পান তারাও এই প্রকল্পের আবেদন করতে পারবেন না |


কত টাকা করে দেয়া হবে লক্ষী ভান্ডার প্রকল্পে 

1. SC/ST পরিবারের মহিলাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেয়া হবে |

2. SC/ST বাদে অন্যান্য পরিবারের মহিলাদেরকে প্রতিমাসে 500 টাকা করে দেয়া হবে |

কিভাবে আবেদন করা যাবে লক্ষী ভান্ডার প্রকল্পে ?

দুয়ারের সরকার ক্যাম্পের মাধ্যমেই লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করা যাবে| সমস্ত স্বাস্থ্য সাথী অন্তর্ভুক্ত পরিবারের মহিলারা নির্দিষ্ট ফরম ফিলাপ করে ধরে সরকার ক্যাম্পে জমা করবেন |সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে |


কি কি ডকুমেন্ট লাগবে লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য ?

1.স্বাস্থ্য সাথী কার্ড 

2.আধার কার্ড 

3. SC/ST সার্টিফিকেট 

4.ব্যাংকের পাস বই 

5.কালার পাসপোর্ট সাইজ ফটো 


কবে থেকে আবেদন গ্রহণ করা হবে ?

লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে জমা নেওয়া হবে| আগামী 16 ই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প সারা পশ্চিমবঙ্গ জুড়েই শুরু হবে চলবে 15 ই সেপ্টেম্বর পর্যন্ত |


যদি কোন মহিলার আধার কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড না থাকে সে ক্ষেত্রে কি করবে ?

যদি কোন মহিলার স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকে তাহলে প্রথমে সে লক্ষী ভান্ডার প্রকল্পে অস্থায়ীভাবে আবেদনপত্র জমা দিতে পারবে |আবেদনপত্র জমা দেওয়ার পর তাকে দ্রুত আধার কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড করে নিতে হবে |তারপর সে লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে থাকবে |



Monday, May 3, 2021

বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নামের লিস্ট অনলাইন থেকে চেক করুন



 Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOPS) Name List

ইন্দ্রা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এর নামের লিস্ট 


আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা চেক করতে পারবেন আপনার গ্রামে কতজন বার্ধক্য ভাতার বা কতজন বিধবা ভাতার পেনশন পাচ্ছেন |আপনার গ্রামের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দিলেই সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতজন ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিম পেয়ে থাকেন সবার নাম চলে আসবে |

Sunday, April 18, 2021

আপনার রেশন কার্ড থেকে কবে কবে রেশন মাল তোলা হয়েছে অনলাইন থেকে চেক করে নিন


 

বর্তমানে রেশন কার্ড আমাদের সকলের কাছেই রয়েছে এবং এই রেশন কার্ড থেকে বর্তমানে আমরা সম্পূর্ণ ফ্রিতে রেশন মাল পাচ্ছি |রেশন মাল পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে |

Tuesday, March 23, 2021

অনলাইনে BPL লিস্ট ডাউনলোড করুন | How To Download BPL List For West Bengal 2021


 

আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে বিপিএল লিস্ট ডাউনলোড করবেন | বিভিন্ন সময় আমাদের বিপিএল নাম্বার এর প্রয়োজন হয়  কিন্তু সময়মতো আমরা সেই নাম্বারটা পাই না |এখন আপনারা অনলাইন থেকেই মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনার বিপিএল নাম্বার বের করতে পারবেন |


এই বিপিএল লিস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এবং কম্পিউটার থেকেও খুবই সহজে দেখতে এবং ডাউনলোড করতে পারবেন |বিপিএল লিস্টের শুধুমাত্র পরিবারের প্রধান এর নামই থাকে এবং আপনারা বিপিএল নাম্বার এর উপরে ক্লিক করে সেই পরিবারে কতজন এর বিপিএল রয়েছে সবার নাম দেখতে পারবেন |


বিপিএল লিস্ট দেখার জন্য নিচে দেওয়া লিংকে প্রথমে ক্লিক করতে হবে এরপর আপনার জেলা, গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম সিলেক্ট করে সার্চ করতে হবে |তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিপিএল লিস্ট আপনার সামনে চলে আসবে |


বিপিএল লিস্টের ওয়েবসাইটে বেশিরভাগ সময়েই ডাউন থাকে |তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দেখার পর বিপিএল লিস্ট টা ডাউনলোড করুন |


নিচের দেওয়া লিংকে ক্লিক করে এখনি বিপিএল লিস্টটি ডাউনলোড করুন 

    

Download BPL List


Wednesday, March 10, 2021

প্রকাশিত হলো কৃষক বন্ধু প্রকল্পের নামের লিস্ট || এখনই চেক করে নিন এই লিস্টে আপনার নাম আছে কিনা || নাম থাকলেই পেয়ে যাবেন 5000 টাকা


 

কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আমরা অনেকেই আবেদন করেছি | বিশেষ করে দুয়ারের সরকার প্রকল্পে বেশিরভাগ মানুষ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন |আবেদনপত্র জমা দেওয়ার পর আমরা কেউ বুঝতে পারছিলাম না যে আমাদের আবেদনপত্রটি গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে |

Friday, February 5, 2021

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan Samman Nidhi ) অনলাইন আবেদন পদ্ধতি || How To Apply PM-Kisan Samman Nidhi Online In West Bengal 2021

PM-Kisan Samman Nidhi


প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি 






প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কি ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হল কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প |প্রধানমন্ত্রী কিষান সম্মান  নিধি প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় | 

Wednesday, December 23, 2020

বাংলা শস্য বীমা যোজনা ফর্ম ফিলাপ Bangla Shasya Bima Apply



পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুরু করেছে “বাংলা শস্য বীমা যোজনা” |এই যোজনায় সমস্ত কৃষকরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন |কোন কারণে যদি কৃষকদের শস্য ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে দেয়া হবে | “বাংলা শস্য বীমা” যোজনা ফর্ম ফিলাপ করে দুয়ারের সরকার ক্যাম্পে জমা করা যাবে |যে সমস্ত কৃষকদের নিজস্ব জমি রয়েছে সে সমস্ত কৃষকরা তাদের জমির পর্চা বা রেকর্ড এর জেরক্স কপি সহ আবেদনপত্রটি ফিলাপ করে জমা করতে পারবে | অনেক কৃষক রয়েছেন যাদের নিজস্ব জমি নেই সেক্ষেত্রে তারা তাদের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানের কাছ থেকে শংসাপত্র নিয়ে আসতে হবে |


কি কি ডকুমেন্ট লাগবে ?

বাংলা শস্য বীমা যোজনা নাম নথিভুক্ত করতে হলে নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন |
1. ভোটের কার্ড 

2. আধার কার্ড 

3. ব্যাংক পাস বই 

4. কৃষি জমির পর্চা বা রেকর্ড 

5. নিজস্ব জমি না থাকলে পঞ্চায়েত এর শংসাপত্র |


উপরোক্ত সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্রটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে |বাংলা শস্য বীমা যোজনা আবেদন করতে হলে নিচের দেওয়া লিংক থেকে আবেদনপত্র টি ডাউনলোড করুন |


বাংলা শস্য বীমা যোজনা আবেদন পত্র ডাউনলোড 

Download

Thursday, December 17, 2020

খাদ্যসাথী বা ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিঙ্ক কিভাবে করবেন ?

 



খাদ্য সুরক্ষার কার্ড ডিজিটাল রেশন কার্ড বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মানুষের কাছেই রয়েছে | এই খাদ্য সুরক্ষার কার্ড ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে বর্তমানে COVID 19 -পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছেন |এই খাদ্য সুরক্ষা বা খাদ্য সাথী কার্ড যাদের কাছে রয়েছে তারাই এই বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন  |

Friday, December 4, 2020

নতুন জব কার্ডের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে, আবেদন ফরম ডাউনলোড করুন | স্বাস্থ্য সাথী কার্ড এর ফরম ডাউনলোড এবং স্ট্যাটাস চেক




 পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুরু করেছেন নতুন একটি প্রকল্প দুয়ারের সরকার প্রকল্প |  এই প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি গ্রাম ও প্রত্যেক পৌর ক্যাম্প করা |  এই ক্যাম্প এর মাধ্যমে বিভিন্ন রকমের সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে|  দুয়ারের সরকার প্রকল্প টি শুরু হয়েছে 1 লা ডিসেম্বর থেকে এবং চলবে 31 জানুয়ারি পর্যন্ত  |পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকা তে নির্দিষ্ট ডেট রয়েছে |  সেই ডেটে আপনার পঞ্চায়েত বা পৌরসভা তে গিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন  |


সরকার প্রকল্পে নিম্নলিখিত পরিষেবাগুলি ক্যাম্প এর মাধ্যমে সাধারণ মানুষকে দেয়া হবে |


খাদ্য সাথী 

স্বাস্থ্য সাথী 

কৃষক বন্ধু 

জব কার্ড 

কন্যাশ্রী 

ঐক্যশ্রী 

রুপশ্রী 

শিক্ষাশ্রী

জয় জোহার 

কাস্ট সার্টিফিকেট 

তপশিলি বন্ধু 


কার্ড আবেদনের অফিশিয়াল নোটিশ এখান থেকে ডাউনলোড করুন 


পশ্চিমবঙ্গের কোন কোন গ্রাম পঞ্চায়েতে কবে কবে এই ক্যাম্প বসানো হবে তা জানার জন্য নিচের ডাউনলোড লিংক থেকে এখনই  সময়সূচী ডাউনলোড করুন |


এই প্রকল্পের মধ্যে অন্যতম হলো জব কার্ড|  যে সমস্ত পরিবারের এখনো পর্যন্ত জব কার্ড নেই |  তারা এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ রূপে নতুন ভাবে জব কার্ডের জন্য আবেদন করতে পারেন|  নতুন জব কার্ডের নাম তোলার পাশাপাশি যাদের পরিবারে অলরেডি জব কার্ড রয়েছে কিন্তু অন্য সদস্যদের নাম সেই জব কার্ডের নেই সেক্ষেত্রে আপনারা বাদ পড়া পরিবার সদস্যদের নাম জব কার্ডে তুলতে পারবেন  | 

জব কার্ড করার জন্য আপনাকে ফরম নম্বর 1 ফিলাপ করতে হবে  |বাদপড়া সদস্যদের নাম তোলার জন্য আপনাকে ফরম নম্বর 1 ফিলাপ করতে হবে  |এই দুই রকম ফরম ডাউনলোড লিংক নিচে দেওয়া হল |



কি কি ডকুমেন্টস লাগবে জব কার্ডের আবেদন করার জন্য ?
আবেদন করার জন্য নির্দিষ্ট ফরমে সাথে একটি পরিচয় পত্র এবং ব্যাংক একাউন্ট দিতে হবে |যেমন ভোটার কার্ড |


স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন


দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে আপনারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন  |

স্বাস্থ্য সাথী কার্ড এর অফিশিয়াল নোটিফিকেশন DOWNLOAD NOW

স্বাস্থ্য সাথী কার্ড এর ফরম  DOWNLOAD NOW


স্বাস্থ্য সাথী কার্ড এর স্ট্যাটাস চেক করুন Click Here



Sunday, November 29, 2020

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প "দুয়ারে সরকার" সমস্ত সরকারি কাজ করতে পারবেন এবার পঞ্চায়েত থেকে |



 পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুরু করতে চলেছেন “দুয়ারে সরকার” প্রকল্প  |এই প্রকল্পের মাধ্যমে সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে  | এজন্যই এই প্রকল্পের নামকরণ করা হয়েছে দুয়ারে সরকার  |

Sunday, October 11, 2020

ঘর পাওয়ার নতুন লিস্ট প্রকাশিত হলো এখনই ডাউনলোড করুন || প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট

 

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ



প্রধানমন্ত্রী
আবাস যোজনা গ্রামীণ এর মাধ্যমে রাজ্য সহ পুরো দেশের সমস্ত মানুষরা ভীষণ ভাবে উপকৃত হয়েছেন |  যাদের থাকবার মত কোন ঘর ছিল না তারা পাকা ঘর পেয়েছেন | প্রতিবছর এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাজ্যের গরিব মানুষদের নতুন পাকা ঘর তৈরি করে দেওয়া হয় |
প্রধানমন্ত্রী
আবাস যোজনা কার কার নাম থাকে বা আপনার এলাকায় কারা কারা ইতিমধ্যে ঘর পেয়ে গেছে বা কারা কারা আগামীতে ঘর পেতে চলেছে এসবকিছুই বর্তমানে আপনারা ইন্টারনেটের সাহায্যে জানতে পারবেন |

আপনি
চাইলে আপনার হাতে থাকায় স্মার্ট ফোনের সাহায্যে নিমেষের মধ্যে চেক করতে পারবেন যে আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট আছে কিনা ?  যদি আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন এককালীন এক লক্ষ কুড়ি হাজার টাকা নতুন ঘর তৈরি করার জন্য |

আজকে
আমি আপনাদেরকে এটাই শেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন অনলাইন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সবথেকে নতুন এবং লেটেস্ট লিস্ট | আপনারা এটাও চেক করতে পারবেন অনলাইন থেকে যে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা আপনার গ্রামের আন্ডারে কতটা নতুন ঘর এসেছে এবং তার মধ্যে কতগুলো ঘর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কতগুলো ঘরের কাজ এখনো বাকি আছে এই সবকিছুই আপনারা খুব সহজে মোবাইল থেকে চেক করতে পারবেন |


1.     

1952 থেকে 1971 সালের পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করুন Download Now


অনলাইনে রেশন কার্ড সংশোধন করুন Apply Now


প্রধানমন্ত্রী
আবাস যোজনার নতুন লিস্ট চেক করার জন্য নিচে দেওয়া লিংকে প্রথমে ক্লিক করতে হবে |

PRADHANMANTRI AWAAS YOJANA NEW LIST
উপরে দেওয়া লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন এর অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে  |
এরপর
ওপরের হোমপেজ থেকে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে রিপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে অনেকগুলো অপশন খুলে যাবে এই সমস্ত অপশনের মধ্যে থেকে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট এর আন্ডারে  Panchayat wise incomplete houses(drillable upto beneficiaries level) 
ক্লিক করতে হবে | এরপর আপনাকে আপনার সমস্ত ডিটেইলস ফিলাপ করে সার্চ করতে হবে তাহলেই আপনার কাছে নতুন লিস্ট খুলে যাবে |