Wednesday, October 6, 2021

আপনার ডিজিটাল রেশন কার্ড যদি হারিয়ে যায় তাহলে কিভাবে আরেকটি নতুন ডিজিটাল কার্ড পাবেন ?

 আপনার ডিজিটাল রেশন কার্ড যদি হারিয়ে যায় তাহলে কিভাবে আরেকটি নতুন ডিজিটাল কার্ড পাবেন ?

বর্তমানে প্রায় সকলের কাছেই ডিজিটাল রেশন কার্ড রয়েছে |এই ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা বিনামূল্যে রেশন পেয়ে থাকি | বর্তমানে রেশন মাল পাওয়ার জন্য এই ডিজিটাল কার্ড রেশন দোকানে নিয়ে যেতে হয় |

রেশন দোকানে নিয়ে যাওয়ার পর ডিজিটাল কার্ডের স্ক্যান করা হয় তারপর আপনাকে রেশন মাল দেওয়া হয় |কিন্তু যদি আপনার এই ডিজিটাল রেশন কার্ডটি হারিয়ে যায় তাহলে কি করবেন |এরকম প্রশ্ন তো আপনার মনে আসতেই পারে |তাই না ?যদি আপনারও ডিজিটাল রেশন কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনিও পেয়ে যাবেন আরেকটি নতুন চকচকে ডিজিটাল রেশন কার্ড |নতুন আরেকটি ডিজিটাল রেশন কার্ড পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে |শুধু অনলাইনে নয় আপনারা চাইলে অফলাইনে এর মাধ্যমে আবেদন করলেও নতুন আরেকটি ডুবলিকেট ডিজিটাল রেশন কার্ড পেয়ে যাবেন |অফলাইনে আবেদন করলে আপনাকে আবেদনপত্র নির্দিষ্ট ফুড সাপ্লাই অফিসে গিয়ে জমা করে আসতে হয় |কিন্তু আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে কোনরকম ফিজিকাল ডকুমেন্টস কোথাও জমা করতে হয় না |তাই সবাই অনলাইন পদ্ধতিটাই পছন্দ করে |অনলাইনে আবেদন করতে গেলে ছোট্ট একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে |অর্থাৎ যাদের যাদের ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে শুধুমাত্র তারাই অনলাইন থেকে ডুবলিকেট আরেকটি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন |আর যদি আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে অফলাইন থেকেই আবেদন করতে হবে |যাদের ডিজিটাল কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই তারা মোবাইল নাম্বার লিঙ্ক এর কাজটি অনলাইন অথবা ডিলারের দোকানে গিয়ে করাতে পারবেন |ডিজিটাল রেশন কার্ড ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে |

Apply Duplicate Ration Card Online

Mobile No link With Ration Card Online

প্রথমে উপরের দেওয়া লিংকে ক্লিক করতে হবে এরপর আপনার কাছে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে |

এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি উপর ক্লিক করতে হবে |

এরপর ওটিপি দিয়ে লগইন করতে হবে লগইন করার পর নির্দিষ্ট অপশনটি বেছে নিতে হবে |



0 comments: