Sunday, December 22, 2024

পঞ্চায়েতের যে কোন সার্টিফিকেট এখন পাওয়া যাবে অনলাইন থেকে

বাসিন্দা সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সহ পঞ্চায়েতের আরো বিভিন্ন রকমের সার্টিফিকেট এখন পাওয়া যাবে অনলাইন থেকে ।এই সমস্ত সার্টিফিকেট নেওয়ার জন্য এখন আর আপনাকে পঞ্চায়েতে যেতে হবে না ।

বাড়িতে বসেই অনলাইন থেকে এই সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ।আবেদন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে ।আবেদন করার পর সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকেই । অর্থাৎ পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেটের সিস্টেমটা সম্পূর্ণ অনলাইনে করে দেয়া হলো। নতুন এই পদ্ধতিটি আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে ।নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করেই যেকোনো ব্যাক্তি পঞ্চায়েতের সার্টিফিকেট আবেদন করতে পারবেন ।

পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা তাদের গ্রাম পঞ্চায়েত থেকে নিম্নলিখিত সার্টিফিকেট গুলি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ।

📜 Residential Certificate
📜 Character Certificate
📜 Income Certificate
📜 Same Person Certificate
📜 Distance Certificate
📜 Caste Certificate

 উপরের তো সার্টিফিকেট গুলি পাওয়ার জন্য আবেদনকারী কে একটি পাসপোর্ট সাইজ ফটো এবং এড্রেস ও পরিচয় পত্র হিসেবে দুটি ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে। সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পর সেই ব্যক্তির নামে নির্দিষ্ট সার্টিফিকেট ইস্যু করা হবে ।


 CERTIFICATE ISSUED BY GRAM PANCHAYAT ONLINE

Photo Resize Tool 


Status Check

অনলাইনে পঞ্চায়েতের সার্টিফিকেট আবেদন করার জন্য উপরের দেওয়া লিংকে প্রথমে ক্লিক করতে হবে ।এরপর আপনার সামনে পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে ।এই ওয়েবসাইট থেকেই যেকোনো বাসিন্দা পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ।আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিচে ভিডিওতে দেয়া হলো ।আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিন এবং তারপর পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করুন ।



0 comments: