Sunday, November 14, 2021

মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস RD অনলাইন থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?


মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস  RD অনলাইন থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?



আজকের আর্টিকেলে আপনাদেরকে শেখানো হবে যে আপনারা কিভাবে অনলাইন থেকে মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর RD সার্ভিসকে রেজিস্ট্রেশন বা রিনুয়াল করবেন |বর্তমানে যারা আধার কার্ডের কাজ করেন বিশেষ করে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজ করেন তাদের প্রত্যেকের কাছেই মর্ফোসহ অন্য যেকোনো ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকে |এই মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কে প্রতিবছর RD  সার্ভিস করাতে হয় |

যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর সাথে RD  সার্ভিস রেজিস্টার করা না থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার KYC করা যায় না |চলুন দেখে নেয়া যাক কিভাবে অনলাইন থেকে RD সার্ভিস রেজিস্ট্রেশন করতে হয় |


1.অনলাইন থেকে RD  সার্ভিস রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে 

Online RD Registration

2.উপরের লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনাকে RD সার্ভিস রেজিস্ট্রেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে |সবার প্রথম হোমপেজ থেকে Validity Check এ ক্লিক করে প্রথমে আপনার ডিভাইসের RD সার্ভিস চেক করে নেবেন | যদি দেখেন যে আপনার ডিভাইসের RD সার্ভিস এক্সপায়ার হয়ে গেছে তবে আপনারা রিনুয়াল করবেন |


3.রিনুয়াল করার জন্য Renewal RD Service ওপর ক্লিক করতে হবে |এরপর নতুন আরেকটি পেইজ খুলে যাবে এখান থেকে Buy RD এর ওপর ক্লিক করতে হবে |


4.এরপর নতুন আরেকটি পেজ খুলে যাবে , এখানে প্রথমেই সার্ভিস ভ্যালিডিটি সিলেক্ট করতে হবে |অর্থাৎ আপনি আপনার ডিভাইসটিকে কত বছর কার জন্য আর ডি সার্ভিস রেজিস্টার করাতে চাইছেন |আপনি চাইলে এক বছরের জন্য করাতে পারেন আবার চাইলে দুই বা তিন বছরের জন্য করাতে পারেন |


5.এরপর আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে নির্দিষ্ট জায়গাতে |সিরিয়াল নাম্বারটি আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর উল্টো দিকে লেখা থাকে |সিরিয়াল নাম্বার দেওয়ার পর আপনার ডিভাইসের মডেলটি আপনাকে সিলেক্ট করতে হবে |এই মডেলটি ও আপনার ডিভাইসের উল্টোদিকে লেখা থাকে |



6.এরপর আপনাকে Ad To Card  ওপরে ক্লিক করতে হবে |এবং আপনার এই অর্ডারটি ওপরে দেওয়া Ad To Cart  বক্স এ অ্যাড হয়ে যাবে |Ad To Cart বক্সে ক্লিক করে আপনার যাবতীয় ইনফর্মেশন ফিলাপ করে পেমেন্ট করতে হবে | পেমেন্ট করার সাথে সাথেই আপনার ডিভাইসটি আর ডি সার্ভিস এর সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে |




0 comments: