Wednesday, March 31, 2021

আবারো বাড়ানো হলো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক ( Pan Aadhaar Link) করার সময়সীমা

 আবারো বাড়ানো হলো প্যান কার্ডের সাথে আধার কার্ড  লিঙ্ক ( Pan Aadhaar Link) করার সময়সীমা | যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তারা আগামী 30 জুন পর্যন্ত লিংক করাতে পারবেন |



এ নিয়ে একাধিকবার প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করার সময়সীমা বাড়িয়েছে সরকার |যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তবে আপনার 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে |


সাধারণত বর্তমানে নতুন প্যান কার্ড করার সাথেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যায় |কারণ আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানালেই সেটা প্যান কার্ডের সাথে অটোমেটিক্যালি লিংক হয়ে যায় |কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা যায় না এই অবস্থায় আপনাকে অনলাইন থেকে ম্যানুয়ালি লিংক করাতে হয় |এছাড়া যাদের প্যান কার্ড আধার কার্ড বাদে অন্য কোন ডকুমেন্ট দিয়ে করা রয়েছে,  তাদেরকেও এখন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে |


কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন অনলাইন থেকে ?অনলাইন থেকে সাধারণতঃ তিনভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যায় |

1. e-Filing 

2. UTIITSL

3. NSDL


Pan Aadhaar Link Here

উপরে দেওয়া লিংকে ক্লিক করে এই আপনারা খুব সহজেই আপনাদের প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক করাতে পারবেন |

এখান থেকে নতুন বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করুন ====Apply
অনলাইনে বিদ্যুৎ বিল জমা করা শিখুন  ==== Click Here
BPL (বি.পি.এল) তালিকা ডাউনলোড করুন ===== Click Here

0 comments: