Tuesday, March 30, 2021

Online Electric Bill Download | অনলাইন থেকে বিদ্যুৎ বিল ডাউনলোড করুন


 

বর্তমানে আমাদের প্রায় সকলের বাড়িতেই বিদ্যুতের ব্যবস্থা রয়েছে | এবং সবার বাড়িতেই ইলেকট্রিক মিটার ও রয়েছে |প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদেরকে ইলেকট্রিক বিল জমা করতে হয় |বর্তমানে যে ইলেকট্রিক বিল দেয়া হয় সেটা ইনস্ট্যান্ট একটা থার্মাল প্রিন্টার থেকে প্রিন্ট আউট করে দেয়া হয় |

এই ইলেকট্রিক বিল টা অনেকটাই লম্বা এবং এটা জেরক্স করা বাই স্ক্যান করা অনেক ক্ষেত্রেই সমস্যার মধ্যে পড়তে হয় |অর্থাৎ কোন জায়গায় যদি ইলেকট্রিক বিলের জেরক্স কপি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ইনস্ট্যান্ট বিল দেওয়া খুবই কষ্টদায়ক হয়ে পড়ে |একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে ইলেকট্রিক অফিস থেকে এ ফোর সাইজ পেপার এর মাপের ইলেকট্রিক বিল পাঠানো হতো |এবং সেই ইলেকট্রিক বিল থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করতে পারতাম |আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেই আগের a4 সাইজের ইলেকট্রিক বিল বিল পাবেন |আপনারা অনলাইন থেকেই নতুন একটি ইলেকট্রিক বিলের কপি ডাউনলোড করতে পারবেন |যদি কোন ক্ষেত্রে আপনার ইলেকট্রিক বিলের প্রয়োজন হয় তো আপনি খুবই সহজে অনলাইন থেকে ইলেকট্রিক বিলের একটি ডুব্লিকেট কপি বের করতে পারবেন |বিভিন্ন সময় আমাদের ইলেকট্রিক বিলের প্রয়োজন হয় এবং অনেক সময় আমাদের কাছে ইলেকট্রিক বিল টা থাকেনা |কোন সময় আমাদের কাছে ইলেকট্রিক বিল টা হারিয়ে যায় তখন ইলেকট্রিক বিলের প্রয়োজন হলে আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয় |তাই আজকে আপনাদের কি আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে বাড়িতে বসেই আপনার ইলেকট্রিক বিল টি ডাউনলোড করবেন |

Download Bill Online

এখান থেকে নতুন বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করুন ====Apply
অনলাইনে বিদ্যুৎ বিল জমা করা শিখুন  ==== Click Here
BPL (বি.পি.এল) তালিকা ডাউনলোড করুন ===== Click Here

ভিডিও টিউটোরিয়াল


0 comments: