Tuesday, January 3, 2023

প্যান কার্ড হারিয়ে গেলে নতুন প্যান কার্ড অর্ডার করার পদ্ধতি 2024 সালের




  

আজকে আপনাদেরকে দেখানো হবে যদি আপনারা আপনাদের প্যান কার্ডটি হারিয়ে ফেলেন তাহলে সেই প্যান কার্ড দিয়ে কিভাবে আপনারা ফিরে পাবেন |  অথবা আপনার কাছে থাকা প্যান কার্ডটি মনে করুন নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই অবস্থায় আপনি চাইলে নতুন আর একটা প্যান কার্ড অর্ডার করতে পারবেন |

Sunday, January 1, 2023

প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করুন 2 মিনিটে বাড়িতে বসে অনলাইন থেকে 2023 সালের নতুন নিয়মে

  আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক অনলাইন থেকে করে নিন



 বর্তমানে আমাদের ভারতবর্ষের প্রায় বেশিরভাগ মানুষের কাছেই প্যান কার্ড রয়েছে | এই প্যান কার্ড আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি | বিশেষ করে যখন আমরা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাই তখন পেনকার্ড যা হয়| তাই স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষই প্যান কার্ড বানিয়ে নিয়েছেন| কিন্তু সমস্যা হচ্ছে অনেক মানুষের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই| প্যান কার্ড ডিপার্টমেন্ট থেকে অনেকবার নোটিশ জারি করা হয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য| সম্পূর্ণ বিনামূল্যেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যেত| একের পর এক নোটিশ জারি করার পরও এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা এখনো পর্যন্ত তাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক এখনো করেননি | বর্তমানে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আর ফ্রি তে হয় না | এখন 1000 টাকা ফাইন পেমেন্ট করেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যাবে| অর্থাৎ বর্তমানে যদি আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে এবং আপনি যদি এই লিংকের কাজটি করাতে চান তাহলে আপনাকে প্রথমে অনলাইনে 1000 টাকা পেমেন্ট করতে হবে তারপরই আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার টা লিংক হবে | 


Pan-Aadhaar Link Online 2023

কিভাবে অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো যায়?

 সম্পূর্ণ অনলাইন থেকেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো যাবে| অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে| এরপর আপনাকে ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে| ইনকাম ট্যাক্স এর অফিশিয়াল ওয়েবসাইট বাম দিকের মেনুতে আপনি দেখতে পাবেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার অপশন রয়েছে আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে এই লিংকের কাজটি সম্পন্ন করতে হবে|

 প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য নিচের লিংকে ক্লিক করুন


Pan-Aadhaar Link Click Here
Fine Of Rs 1000-/ Click here
 বিশেষ সতর্কবার্তা : বর্তমানে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য যেহেতু 1000 টাকা ফাইন পেমেন্ট করতে হচ্ছে ,তাই অনেকেই এই পেমেন্ট দেওয়ার ভয়ে নতুন করে আবার প্যান কার্ড করার কথা ভাবছেন | যারা নতুন প্যান কার্ড করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে, একজন ব্যক্তির নামে শুধু মাত্র একটাই প্যান কার্ড হয় | যদি আপনারা কোন এক ব্যক্তির নামে দুটো প্যান কার্ড করে ফেলেন তাহলে সেই ব্যক্তির 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স থেকে জরিমানা হতে পারে|

Saturday, April 9, 2022

প্যান কার্ড থাকলে আপনার হতে পারে মোটা অংকের জরিমানা | এখনই এই কাজটি করুন জরিমানা থেকে বাঁচতে



 
বর্তমানে প্রায়ই আমাদের সবার কাছেই প্যান কার্ড রয়েছে | আমাদের প্রায় সব জায়গাতেই বর্তমানে কাজে লাগে| যেমন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে| অর্থাৎ আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান তো প্যান কার্ড থাকলে আপনারা একাউন্টের সাথে সাথে এটিএম কার্ডের সার্ভিসও পেয়ে যান| শুধু একাউন্ট খোলা হয় প্যান কার্ড থাকলে আরও একাধিক নানান সুবিধা পাওয়া যায় |

Friday, April 8, 2022

প্যান কার্ডের স্ট্যাটাস চেক নতুন পদ্ধতি



  আজকে আপনাদেরকে দেখানো হবে আপনারা কিভাবে খুব সহজে অনলাইন থেকে আপনাদের প্যান কার্ডের আবেদন স্থিতি চেক করবেন |  অর্থাৎ আপনি যদি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন অথবা প্যান কার্ড সংশোধনের জন্য আবেদন করে থাকেন উভয়ই স্ট্যাটাস অর্থাৎ স্থিতি চেক করতে পারবেন অনলাইন থেকে |  যারা প্যান কার্ড বানানোর কাজ করেন তারা তাদের পোর্টাল থেকেই আবেদন স্থিতি অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারেনি কিন্তু বর্তমানে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য তাদের পোর্টাল থেকে কোনমতেই তারা স্ট্যাটাস চেক করতে পারছেন না |

Friday, September 17, 2021

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করুন অনলাইন থেকে নইলে পড়তে হবে বিপদে

বাড়িতে বসেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন মাত্র 2 মিনিটে 




বর্তমানে আমাদের প্রায় সবার কাছেই প্যান কার্ড রয়েছে |আপনি কি জানেন আপনার এই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা ?যদি লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে |এই লিঙ্ক করার কাজটি আপনারা সম্পূর্ণ অনলাইন থেকে বাড়িতে বসেই মাত্র দু মিনিটের মধ্যে করতে পারবেন |

Friday, May 7, 2021

ফ্রিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্যান কার্ড আবেদন || UTI PSA Biometric device install for Aadhaar Authentication


 

আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে প্যান কার্ডের আবেদন করবেন |সাধারণত ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে প্যান কার্ড আবেদনের কোনো সিস্টেম নেই |

Tuesday, March 30, 2021

E-Filling ওয়েবসাইট থেকে ফ্রিতে বানানো প্যান কার্ড কে নর্মাল প্যান কার্ড এ পরিবর্তন করুন |


 

আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা eFILLING ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট প্যান কার্ড বানিয়েছেন |এই ইনস্টান প্যান কার্ড আপনারা সব জায়গাতে ব্যবহার করতে পারছেন না |এর জন্য বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে |

Monday, February 8, 2021

Pan Card Reprint Online || প্যান কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন প্যান কার্ড কিভাবে পাবেন দেখুন

 অনলাইনে নতুন প্যান কার্ড প্রিন্ট কিভাবে করবেন ?




আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই প্যান কার্ড রয়েছে এবং বর্তমান সময়ে প্যান কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আমরা সকলেই ব্যবহার করে থাকি |

Friday, March 27, 2020

UTI PAN CARD AGENT ID RS.49 || প্যান কার্ডের এজেন্সি মাত্র 49 টাকায়


বর্তমানে নতুন প্যান কার্ড করার জন্য অনেক গ্রাহকরা বিভিন্ন দোকানে যান এবং সেখান থেকে তারা প্যান কার্ডের জন্য আবেদন করেন |  যদি আপনার কাছে একটি দোকান থাকে অথবা আপনি যদি বাড়ি থেকে প্যান কার্ডের কাজ করতে চান , তাহলে আপনি একটি প্যান কার্ডের আইডি নিয়ে আপনার এলাকার সমস্ত লোকের প্যান কার্ড করে দিতে পারবেন |  শুধু নতুন প্যান কার্ডই নয় আপনি যেকোন প্যান কার্ড সংশোধন করতে পারবেন | কারো যদি প্যান কার্ড হারিয়ে যায় সে ক্ষেত্রে তার Pan CARD কে আপনি পুনরায় তার বাড়িতে reprint করে নিয়ে আসতে পারবেন |   যদি E-Pan Card ডাউনলোড করতে চান সেটাও আপনার অনলাইন থেকে করতে পারবেন |