Saturday, October 22, 2022

আপনার এলাকায় কবে কবে দুয়ারের সরকার ক্যাম্প বসবে এখনই চেক করে নিন অনলাইন থেকে


 

 দুয়ারে সরকার প্রকল্প টি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন 1লা ডিসেম্বর 2020 |  দুয়ারে সরকার প্রকল্পের একটাই উদ্দেশ্য যাবতীয় সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া |  পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মাননীয় মমতা  বন্দ্যোপাধ্যায়  দুয়ারে  সরকার প্রকল্পের মাধ্যমে  সত্যিই  বিভিন্ন রকম সরকারি  প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন |

Tuesday, September 20, 2022

অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের 1500 টাকা | আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য |

  অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের 1500 টাকা |  আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য |



 এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর জন্য সব থেকে বড় খবর হল যুবশ্রী প্রকল্পের জন্য নতুন আপডেট| যুবশ্রী প্রকল্পের জন্য ডকুমেন্ট ভেরিফাই করার জন্য এখন আর যেতে হবে না এক্সচেঞ্জ অফিসে| বাড়িতে বসেই অনলাইন থেকে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পদ্ধতিটাও অনলাইন থেকেই হয়ে যাবে | এর ফলে বহু বেকার ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের লাভ নিতে পারবেন |

Monday, September 12, 2022

প্লাস্টিকের ভোটার কার্ডে (PVC VOTER CARD) পুরনো সাদাকালো ফটো কিভাবে চেঞ্জ করবেন দেখুন

  


বর্তমানে আমাদের সকলের কাছেই ভোটার কার্ড রয়েছে এবং বেশিরভাগ মানুষের কাছে পুরানো সেই কাগজের ভোটার কার্ড রয়েছে এবং খুব কম মানুষের কাছে বর্তমানে পিভিসি বা প্লাস্টিকের ভোটার কার্ড রয়েছে |  অনলাইন থেকে খুব সহজেই পিভিসি অর্থাৎ প্লাস্টিকের ভোটার কার্ড আবেদন করা যায় |

Wednesday, July 13, 2022

আপনার রেশন কার্ডে কি জন্মের তারিখ নেই ? এখনই আবেদন করুন আর পেয়ে যান আপনার রেশন কার্ডে আপনার জন্মের তারিখ

 আপনার রেশন কার্ডে কি জন্মের তারিখ নেই  ? এখনই আবেদন করুন আর পেয়ে যান আপনার রেশন কার্ডে আপনার জন্মের তারিখ

 বর্তমানে প্রায়ই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছেই রেশন কার্ড রয়েছে | বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছেই ডিজিটাল রেশন কার্ড রয়েছে| ডিজিটাল রেশন কার্ড দিকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারি |

Thursday, December 16, 2021

অনলাইন থেকে ট্রেড লাইসেন্স আবেদন করার পদ্ধতি ||


 


অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করা যায় ?

আপনি যদি অনলাইন থেকে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে চান তাহলে খুব সহজেই অনলাইন থেকে বাড়িতে বসেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন |  প্রথমদিকে অনলাইনে শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এলাকাতেই ট্রেড লাইসেন্স এর জন্য  আবেদন করা যেত |  কিন্তু এখন থেকে আপনারা পঞ্চায়েত এলাকাতেও ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন অনলাইন থেকেই |

যদি আপনাদের ছোটখাট কোন ব্যবসা থাকে এবং আপনারা সে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন থেকেই আবেদন করতে পারবেন |  অনলাইন থেকে বিভিন্ন ব্যবসার বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে সেই রকম আপনার নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে  আপনাদের ব্যবসার নামে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে পারবেন |

 

ট্রেড লাইসেন্স এর সুবিধা :

ট্রেড লাইসেন্স এর বিভিন্ন সুবিধা রয়েছে যেমন আপনি যদি আপনার ব্যবসার নামে একটা কারেন্ট একাউন্ট খুলেন তো সেক্ষেত্রে ব্যাংক থেকে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স চাওয়া হয়  | যদি আপনার কাছে আপনার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনারা খুব সহজেই যেকোনো ব্যাঙ্ক থেকে আপনার ব্যবসার নামে কারেন্ট একাউন্ট খুলতে পারবেন |  এছাড়াও আরো বিভিন্ন কাজে ট্রেড লাইসেন্স ব্যবহার হয়ে থাকে |

ট্রেড লাইসেন্স এর জন্য কি কি ডকুমেন্ট লাগে?
যার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স বানাবেন সেই ব্যক্তির একটি পরিচয় পত্র লাগবে যেমন—

আধার কার্ড

ড্রাইভিং লাইসেন্স

ভোটার কার্ড

জব কার্ড

প্যান কার্ড

পাসপোর্ট

রেশন কার্ড

{উপরের দেওয়া ডকুমেন্ট গুলির মধ্যে যেকোনো একটি আপনার কাছে থাকলেই আপনারা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন | }

উপরের ডকুমেন্টগুলো ছাড়াও যে জমির ওপর আপনার ব্যবসাটি রয়েছে সেই জমিটির রেকর্ড অথবা আপনার যদি ভাড়ার জায়গা হয় তাহলে সঠিক এগ্রিমেন্ট এর কপি লাগবে |

 

অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন ?

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করার অফিশিয়াল ওয়েবসাইট (https://wbprdgpms.in/)  আপনার সামনে খুলে যাবে |

Apply Online Trade 

এরপর উপরের বাম দিক থেকে  TRADE NOC উপর ক্লিক করতে হবে  | তাহলে আপনার কাছে ট্রেড লাইসেন্স এপ্লাই করার পুরো অ্যাপ্লিকেশন ফর্ম টি খুলে যাবে  | এই ফরমটি যথাযথভাবে ফিলাপ করতে হবে এবং ফিলাপ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে |  সাবমিট করার পর পেমেন্ট এর পেজ আসবে পেমেন্ট আপনাকে করতে হবে |  পেমেন্ট করার সাথে সাথেই আপনারা পেমেন্ট রিসিভ কপি এবং আপনার ট্রেড সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

Tutorial video


 

 

Wednesday, October 20, 2021

রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক কিভাবে করবেন অনলাইন থেকে দেখে নিন

 রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক অনলাইন থেকে 




বর্তমানে সবার কাছে রেশন কার্ড রয়েছে |রেশন কার্ড থেকে আমরা সকলেই বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে থাকি |বর্তমানে রেশন ডিলারের কাছ থেকে রেশন মাল নেওয়ার জন্য রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করা থাকতে হবে |ডিলারের দোকানে রেশন আনার সময় আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তুলতে হয় |এই অবস্থায় যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে |তাই যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা খুবই দ্রুত অনলাইন থেকে লিংক করে নিন |যাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক নেই তারা মোবাইলের ওটিপি এর মাধ্যমে রেশন মাল তুলতে পারেন |তবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে |


কিভাবে অনলাইন থেকে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন ?

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে |ক্লিক করার সাথে সাথেই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে |এরপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে |এবং আপনার রেশন কার্ডের নাম্বারটি টাইপ করতে হবে |এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই আধার নাম্বার দিয়ে নেক্সট করতে হবে |


রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এখানে ক্লিক করুন

বর্তমানে সব্বাইকে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাতেই হবে |তাই যদি আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকে ওপরের দেওয়ার নিয়ম অনুযায়ী খুবই দ্রুত আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করিয়ে নিন |

রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার সম্পূর্ণ ভিডিও :




Wednesday, September 22, 2021

অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস চেক করুন

অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস চেক করুন |


 

আজকের আর্টিকলে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন| অর্থাৎ যারা যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের আবেদনটি গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে সেটা অনলাইন থেকে কিভাবে চেক করবেন ?অনেকেই রয়েছেন পঞ্চায়েতের জব কার্ডের ফরম ফিলাপ করে জমা দিয়েছেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে জব কার্ডের জন্য ফরম জমা দিয়েছেন |

কিন্তু আপনারা বুঝতে পারছেন না আপনাদের জব কার্ড হয়েছে কিনা |কিছু পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজেই অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনাদের জব কার্ডের জন্য আবেদন গৃহীত হয়েছে কিনা | 

অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?

 

Job Card Status Online

 

 প্রথমে উপরের দেওয়া লিংকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে জব কাটের অফিশিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে |





 

এরপর আপনার সামনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম চলে আসবে |আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা সিলেক্ট করতে হবে |



জেলার নাম সিলেট করার সাথে সাথেই আপনার কাছে আপনার সমস্ত ব্লক চলে আসবে |এখান থেকে আপনার নির্দিষ্ট ব্লগ সিলেক্ট করতে হবে |





 

ব্লক ক্লিক করার সাথে সাথেই সেই ব্লকের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে |এখান থেকে আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত টি সিলেক্ট করতে হবে |

গ্রাম পঞ্চায়েত যখনই আপনি ক্লিক করবেন এরপর সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাদের যাদের জব কার্ডের আবেদন জমা পড়েছে তাদের নাম চলে আসবে |তার সাথে সাথে তারা জব কার্ডের জন্য কবে আবেদন করেছিলেন সেই তারিখটা আপনারা দেখতে পারবেন |