আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা eFILLING ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট প্যান কার্ড বানিয়েছেন |এই ইনস্টান প্যান কার্ড আপনারা সব জায়গাতে ব্যবহার করতে পারছেন না |এর জন্য বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে |
এই ইনস্ট্যান্ট প্যান কার্ড সব জায়গাতে ব্যবহার করা যাচ্ছে না তার বিশেষ কারণ হচ্ছে এটা একটা E-PAN কার্ড | তাই আমরা কোন ফিজিক্যাল প্যান কার্ড আমাদের হাতে পায়নি |এর ফলে যে সমস্ত জায়গাতেই ফিজিক্যাল প্যান কার্ড এর প্রয়োজন হয় সেখানে আমরা ফিজিক্যাল প্যান কার্ড দেখাতে পারছি না |এছাড়াও আরো কিছু সমস্যা হচ্ছে এই ইনস্ট্যান্ট প্যান কার্ডে কোন সিগনেচার এবং বাবার নাম থাকছে না |এর ফলে অনেক জায়গাতেই প্যান কার্ড এক্সেপ্ট করা হচ্ছে না |ইনস্ট্যান্ট প্যান কার্ডের অসুবিধাগুলি হল :
1.ফিজিক্যাল প্যান কার্ড পাওয়া যায় না |
2.প্যান কার্ডের সিগনেচার থাকে না |
3.প্যান কার্ডে বাবার নাম থাকেনা |
আমরা অনেকেই জেনে বা না জেনে ইনস্ট্যান্ট প্যান কার্ড বানিয়ে নিয়েছি কিন্তু এখন আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে| আজকে আমি আপনাদেরকে দেখাব যে আপনারা কীভাবে এই ইনস্টান প্যান কার্ড কে একটা নরমাল প্যান কার্ড বানিয়ে নেবেন | যে প্যান কার্ড এ সমস্ত তথ্যই দেওয়া থাকবে | অর্থাৎ আপনি একটি ফিজিক্যাল প্যান কার্ড হাতে পেয়ে যাবেন |এবং সেই প্যান কার্ডে আপনার বাবার নাম এবং আপনার সিগনেচার থাকবে |
ইনস্ট্যান্ট প্যান কার্ড কে কিভাবে নরমাল প্যান কার্ড এ পরিবর্তন করবেন তার টিটোরিয়াল ভিডিও নিচে দেওয়া আছে |
ইনস্ট্যান্ট প্যান কার্ড কি নরমাল প্যান কার্ড এ পরিবর্তন করার জন্য প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে হবে |
0 comments: