Sunday, May 9, 2021

Sbi Atm Pin Forgot ? How To Reset At Any Atm Machine? স্টেট ব্যাংকের ATM পিন কোড ভুলে গেলে কিভাবে নতুন পিন কোড বানাবেন ?



 আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কাছেই স্টেট ব্যাংকের এটিএম কার্ড রয়েছে |এই স্টেট ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে আমরা এটিএম মেশিনের সাহায্যে টাকা তুলতে পারি |অনেক সময় দেখা যায় এই এটিএম কার্ডের পিন কোড দিয়ে আমরা ভুলে যাই |এই অবস্থায় আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা নতুন একটি পিন কোড সেট করব |

আপনার ও যদি এটিএম কার্ডের পিন নম্বর আপনি ভুলে যান তাহলে আপনাকে ব্যাংকে যাওয়ার কোন দরকার নেই আপনি বাড়িতে থেকেই আপনার এটিএমের নতুন একটি পিনকোড বানিয়ে নিতে পারবেন |যাদের কাছে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে তারা তো ইন্টারনেট ব্যাংকিং থেকেই সহজেই এটিএম কার্ড এর নতুন পিন কোড বানিয়ে নিতে পারবেন কিন্তু আমরা সবাই তো আর ইন্টারনেট ব্যাংকিং চালায় না আমরা সবাই ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করি না এর ফলে যারা সাধারন মানুষ রয়েছেন তারা কিভাবে করবেন ইন্টারনেট ব্যাংকিং ছাড়াই  ?খুবই সহজ আপনারা এটিএম মেশিনের সাহায্যে আপনার এটিএম কার্ড এর নতুন পিন কোড সেট করতে পারবেন |এটিএম কার্ডের সাহায্যে নতুন পিন কোড সেট করতে হলে যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার |অর্থাৎ ব্যাংকের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলটা আপনার কাছে থাকতে হবে তবেই আপনি এটিএম মেশিনের সাহায্যে ভুলে যাওয়া এটিএম কার্ডের পিন কোড টি নতুনভাবে সেট করতে পারবেন |


স্টেট ব্যাংকের এটিএম কার্ডের পিন কোড ভুলে গেলে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করুন নতুন পিন কোড সেট করার জন্য |

1.প্রথমেই আপনার রেজিস্টার মোবাইল থেকে একটা এসএমএস করতে হবে | এসএমএসে লিখুন PIN -এটিএম কার্ডের শেষের চারটি সংখ্যা -একাউন্ট নাম্বারের শেষের চারটি সংখ্যা | উদাহরণ  PIN 4652 8956  এখানে4652 হল এটিএম কার্ডের শেষের চারটি সংখ্যা এবং 8956 হল এটিএম কার্ডের শেষের চারটি সংখ্যা |এবং এই এসএমএসটি পাঠিয়ে দিন এই নাম্বারে 567676


2.যখনই উপরের দেওয়া ফরমাট অনুযায়ী এসএমএস করবেন সাথে সাথেই আপনি একটা মেসেজ পেয়ে যাবেন |এবং সেই মেসেজে চারটি সংখ্যার একটা পিন থাকবে |এবং এই তিনটির ভ্যালিডিটি 24 ঘন্টা |


3.এরপর আপনাকে আপনার নিকটবর্তী কোন এটিএম মেশিন এর কাছে যেতে হবে |এটিএম মেশিনে আপনার কার্ডটি ইনসার্ট করে পিনকোড জায়গায় আপনি এসএমএস এর মাধ্যমে যে পিনকোড পেয়েছেন সেই পিনকোড এন্টার করতে হবে |


4.এরপর চেঞ্জ পিনকোড অপশনে গিয়ে আপনি পিন কোড চেঞ্জ করতে পারবেন |


0 comments: