Wednesday, December 15, 2021

রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার আইডি কিভাবে পাবেন দেখুন |


 



রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার আইডি কিভাবে পাবেন ?

বর্তমানে সমস্ত রেশন কার্ড কে গ্রাহকদের আধার কার্ডের সাথে লিংক করাতে হবে |  গ্রাহকরা চাইলে রেশন ডিলারের কাছে গিয়ে খুব সহজেই তাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারেন |  আবার গ্রাহকরা চাইলেই যাদের কাছে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার আইডি রয়েছে তাদের কাছে গিয়েও লিঙ্ক করিয়ে নিতে পারেন |

 এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার আইডি নিতে চান তাহলে সে আইডিতে কিভাবে পাবেন ? বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রেশন কার্ডের আইডি দেওয়ার নামে বিভিন্ন ভাবে প্রতারণা হচ্ছে |

 

কেউ কেউ বলছে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার আইডি   তাদের কাছে পেয়ে যাবেন আপনাকে কিছু পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে  | ভুল করেও আপনারা সেই সমস্ত ব্যাক্তিদেরকে টাকা দেবেন না |  যদি আপনারা তাদেরকে টাকা দেন আপনার টাকাটা তো নষ্ট হবেই সাথে আপনারা কোন রকমেরই আইডি পাবেন না |   তাহলে আপনারা অনেকেই বলবেন আইডি পাবো কিভাবে ?

 


রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার আইডি মূলত দুই রকম ভাবে পাওয়া যায় |  প্রথমত আপনারা আপনার এলাকার বিডিও অফিসে গিয়ে সেখানকার আধিকারিকদের সাথে কথা বলে আপনার এলাকার জন্য আইডি নিয়ে কাজ করতে পারেন |  তবে বিডিও অফিস থেকে একটা অঞ্চলের শুধুমাত্র একজনকেই এই আইডি দেওয়া হয় |  আর একটা পদ্ধতি হলো অনলাইনের মাধ্যমে আবেদন  করা |  তবে অনলাইন থেকে রেজিস্টার করার সময় বেশিরভাগ সময়ই সার্ভার ডাউন থাকে |  অনলাইন থেকে কেউ আপনাকে টাকার পরিবর্তে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার আইডি কখনোই দিতে পারবে না |  তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সমস্ত প্রতারণা থেকে দূরে থাকুন |   তারা আপনাকে বিভিন্ন রকম ভিডিও দেখাতে পারে এবং বলতে পারে যে এই দেখুন তাদের কাছে আইডি রয়েছে তারা আইডি থেকে এভাবে কাজ করছে |  কিন্তু ঐ সমস্ত ভিডিও সম্পূর্ণ ফেক |  আসলে ঐ সমস্ত ভিডিও অন্য কারো  | তারা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছে এবং আপনাকে দেখাচ্ছে |

Register now

  উপরে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা অনলাইন থেকে রেজিস্টার করার চেষ্টা করতে পারেন যদি অনলাইন থেকে রেজিস্টার হয়ে যায় তাহলে খুব ভালো কথা |  আর যদি রেজিস্টার না হয় তাহলে আপনাকে আপনার এলাকার ভিডিও অথবা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে |

0 comments: