Friday, February 4, 2022

2022 সালের নতুন ট্রাফিক আইন , ট্রাফিক আইন অমান্য করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা

 


একসময় সেভ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে দুর্ঘটনার লাগাম টানা গিয়েছিল |কিন্তু চালকদের বেপরোয়া ভাবে গাড়ি চালানো দিনের দিন বেড়েই চলেছে |গাড়ি যাতে চালকরা বেপরোয়াভাবে চালাতে না পারে তাই ট্রাফিক চালানোর ওপর এবার জোর দিয়েছে রাজ্য |অর্থাৎ ট্রাফিক চালান আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে যাতে ট্রাফিক চালান দেওয়ার ভয়ে চালকরা নিরাপদ ভাবে গাড়ি চালাতে পারে |যেমন হেলমেট বিহীন চালকদের আগে ফাইন করা হতো মাত্র 100 টাকা কিন্তু এখন সেই ফাইন বাড়িয়ে 1000 টাকা করে দেয়া হয়েছে এভাবে প্রত্যেকটা ট্রাফিক আইন এর জন্য আলাদা আলাদা ফাইন করেছে রাজ্যের ট্রাফিক পুলিশ |আপনি যদি একজন গাড়ি অথবা বাইক নিত্য দৈনন্দিন জীবনে চালিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে কোন অপরাধের জন্য কত টাকা পর্যন্ত ফাইন হতে পারে |দৈনন্দিন জীবনে যে সমস্ত ট্রাফিক আইন গুলো ভাঙ্গার প্রবণতা বেশি থাকে সেই দিনগুলোর ওপর নতুন ট্রাফিক আইন নিয়ে আসা হয়েছে |


👉হেলমেট না থাকলে জরিমানা হতে পারে 1000 টাকা 

👉ড্রাইভার এবং প্যাসেঞ্জার উভয়ই যদি সিটবেল্ট না লাগায় তাহলে জরিমানা দিতে হবে 1000 টাকা 

👉গাড়ির বৈধ কাগজপত্র জরিমানা হতে পারে 2000 হাজার টাকা 

👉বিপজ্জনকভাবে গাড়ি চালালে জরিমানা হতে পারে 5000 টাকা 

👉গাড়ির বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে জরিমানা হতে পারে 5000 টাকা 

👉গাড়ির বৈধ  ফিটনেস সার্টিফিকেট না থাকলে জরিমানা হতে পারে 10000 টাকা 

👉সাইলেন্ট জনে হর্ন  বাজালে জরিমানা হতে পারে  1000 টাকা 

👉দু চাকার আরোহীরা যদি নিরাপত্তা লংঘন করে তাহলে জরিমানা দিতে হবে 1000 টাকা 

👉ড্রাইভার এবং প্যাসেঞ্জার উভয়ই যদি সিটবেল্ট না লাগায় তাহলে জরিমানা দিতে হবে 1000 টাকা 

👉বৈধ এবং কার্যকর ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা হতে পারে 5000 টাকা 







0 comments: