স্টারটেক L1 FM220U ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কম্পিউটারে ইন্সটল করার সম্পূর্ণ গাইড
বর্তমানে আধার অথেন্টিকেশন, ডিজিটাল কেওয়াইসি, এবং বিভিন্ন সরকারি প্রকল্পে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এই ক্ষেত্রে Startek কোম্পানির L1 FM220U মডেলটি একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে। তবে অনেকেই ডিভাইসটি কম্পিউটারে সংযুক্ত করার সময় ড্রাইভার কিংবা RD সার্ভিস ইন্সটল নিয়ে সমস্যায় পড়েন।