Thursday, December 16, 2021

অনলাইন থেকে ট্রেড লাইসেন্স আবেদন করার পদ্ধতি ||


 


অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করা যায় ?

আপনি যদি অনলাইন থেকে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে চান তাহলে খুব সহজেই অনলাইন থেকে বাড়িতে বসেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন |  প্রথমদিকে অনলাইনে শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এলাকাতেই ট্রেড লাইসেন্স এর জন্য  আবেদন করা যেত |  কিন্তু এখন থেকে আপনারা পঞ্চায়েত এলাকাতেও ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন অনলাইন থেকেই |

যদি আপনাদের ছোটখাট কোন ব্যবসা থাকে এবং আপনারা সে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন থেকেই আবেদন করতে পারবেন |  অনলাইন থেকে বিভিন্ন ব্যবসার বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে সেই রকম আপনার নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে  আপনাদের ব্যবসার নামে ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে পারবেন |

 

ট্রেড লাইসেন্স এর সুবিধা :

ট্রেড লাইসেন্স এর বিভিন্ন সুবিধা রয়েছে যেমন আপনি যদি আপনার ব্যবসার নামে একটা কারেন্ট একাউন্ট খুলেন তো সেক্ষেত্রে ব্যাংক থেকে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স চাওয়া হয়  | যদি আপনার কাছে আপনার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনারা খুব সহজেই যেকোনো ব্যাঙ্ক থেকে আপনার ব্যবসার নামে কারেন্ট একাউন্ট খুলতে পারবেন |  এছাড়াও আরো বিভিন্ন কাজে ট্রেড লাইসেন্স ব্যবহার হয়ে থাকে |

ট্রেড লাইসেন্স এর জন্য কি কি ডকুমেন্ট লাগে?
যার ব্যবসার নামে ট্রেড লাইসেন্স বানাবেন সেই ব্যক্তির একটি পরিচয় পত্র লাগবে যেমন—

আধার কার্ড

ড্রাইভিং লাইসেন্স

ভোটার কার্ড

জব কার্ড

প্যান কার্ড

পাসপোর্ট

রেশন কার্ড

{উপরের দেওয়া ডকুমেন্ট গুলির মধ্যে যেকোনো একটি আপনার কাছে থাকলেই আপনারা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন | }

উপরের ডকুমেন্টগুলো ছাড়াও যে জমির ওপর আপনার ব্যবসাটি রয়েছে সেই জমিটির রেকর্ড অথবা আপনার যদি ভাড়ার জায়গা হয় তাহলে সঠিক এগ্রিমেন্ট এর কপি লাগবে |

 

অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন ?

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করার অফিশিয়াল ওয়েবসাইট (https://wbprdgpms.in/)  আপনার সামনে খুলে যাবে |

Apply Online Trade 

এরপর উপরের বাম দিক থেকে  TRADE NOC উপর ক্লিক করতে হবে  | তাহলে আপনার কাছে ট্রেড লাইসেন্স এপ্লাই করার পুরো অ্যাপ্লিকেশন ফর্ম টি খুলে যাবে  | এই ফরমটি যথাযথভাবে ফিলাপ করতে হবে এবং ফিলাপ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে |  সাবমিট করার পর পেমেন্ট এর পেজ আসবে পেমেন্ট আপনাকে করতে হবে |  পেমেন্ট করার সাথে সাথেই আপনারা পেমেন্ট রিসিভ কপি এবং আপনার ট্রেড সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

Tutorial video


 

 

0 comments: