Saturday, October 22, 2022

আপনার এলাকায় কবে কবে দুয়ারের সরকার ক্যাম্প বসবে এখনই চেক করে নিন অনলাইন থেকে


 

 দুয়ারে সরকার প্রকল্প টি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন 1লা ডিসেম্বর 2020 |  দুয়ারে সরকার প্রকল্পের একটাই উদ্দেশ্য যাবতীয় সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া |  পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মাননীয় মমতা  বন্দ্যোপাধ্যায়  দুয়ারে  সরকার প্রকল্পের মাধ্যমে  সত্যিই  বিভিন্ন রকম সরকারি  প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন |

 দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে বিভিন্ন এলাকায় একগুচ্ছ সরকারি প্রকল্প নিয়ে ক্যাম্প করা হয় এবং সেই ক্যাম্পে গিয়ে সেই এলাকার বাসিন্দারা একাধিক প্রকল্পের লাভ নিতে পারেন |

 এই দুয়ারে ক্যাম্প থেকে একদিকে যেমন মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন অন্যদিক থেকে রেশন কার্ড ও ভোটার কার্ডের যাবতীয় প্রয়োজনীয় কাজ করা যায় এই ক্যাম্প থেকে |

 বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ আরো বিভিন্ন রকম ভাতার জন্য আবেদন করতে পারবেন এই দোয়ার সরকার ক্যাম্প থেকে |  সাথে সম্পূর্ণ বিনা মূল্যে পেয়ে যাবেন এই সমস্ত আবেদন এর আবেদন পত্র |

 দুয়ারের সরকার ক্যাম্প থেকে ছাত্রছাত্রীরা ওবিসি এসসি এসটি, কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন | 

 এইখান থেকে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন |  কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই দুয়ারের সরকার ক্যাম্প এর মাধ্যমে |

 এছাড়া আরও বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের লাভ নেওয়া যাবে এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে |

 আবারও নতুন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই দুয়ারের সরকার প্রকল্প শুরু হচ্ছে |  কিন্তু আপনারা অনেকেই জানেন না আপনার এলাকায় কোন কোন তারিখে এই দুয়ারের সরকার ক্যাম্প বসানো হবে |

 খুব সহজেই অনলাইন থেকে আপনারা আপনার এলাকায় কবে কবে দুয়ারের সরকারের ক্যাম বসানো হবে সেটা চেক করে নিতে পারবেন |  নিচের লিংকে ক্লিক করে এখনি দেখে নিন আপনার এলাকায় কবে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসানো হবে |

 আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পটি নিচের লিঙ্ক থেকে খুঁজে নিন


0 comments: