Wednesday, October 20, 2021

রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক কিভাবে করবেন অনলাইন থেকে দেখে নিন

 রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক অনলাইন থেকে 




বর্তমানে সবার কাছে রেশন কার্ড রয়েছে |রেশন কার্ড থেকে আমরা সকলেই বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে থাকি |বর্তমানে রেশন ডিলারের কাছ থেকে রেশন মাল নেওয়ার জন্য রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করা থাকতে হবে |ডিলারের দোকানে রেশন আনার সময় আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তুলতে হয় |এই অবস্থায় যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে |তাই যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা খুবই দ্রুত অনলাইন থেকে লিংক করে নিন |যাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক নেই তারা মোবাইলের ওটিপি এর মাধ্যমে রেশন মাল তুলতে পারেন |তবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে |


কিভাবে অনলাইন থেকে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন ?

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে |ক্লিক করার সাথে সাথেই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে |এরপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে |এবং আপনার রেশন কার্ডের নাম্বারটি টাইপ করতে হবে |এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই আধার নাম্বার দিয়ে নেক্সট করতে হবে |


রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এখানে ক্লিক করুন

বর্তমানে সব্বাইকে রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাতেই হবে |তাই যদি আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকে ওপরের দেওয়ার নিয়ম অনুযায়ী খুবই দ্রুত আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করিয়ে নিন |

রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার সম্পূর্ণ ভিডিও :




0 comments: