Wednesday, July 13, 2022

আপনার রেশন কার্ডে কি জন্মের তারিখ নেই ? এখনই আবেদন করুন আর পেয়ে যান আপনার রেশন কার্ডে আপনার জন্মের তারিখ

 বর্তমানে প্রায়ই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছেই রেশন কার্ড রয়েছে | বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছেই ডিজিটাল রেশন কার্ড রয়েছে| ডিজিটাল রেশন কার্ড দিকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারি |

এবং এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে থাকি | কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সবার রেশন কার্ডে যে তারিখ দেওয়া থাকে না | শুধুমাত্র বলে আপনার বয়সটা লেখা থাকে |  এখন আপনি যদি মনে করেন আপনার রেশন কার্ডে ডেট অফ বার্থ বা জন্মের তারিখ নিয়ে আসতে তো আপনি খুব সহজেই আপনার জন্মের তারিখ টা ও রেশন কার্ডে নিয়ে আসতে পারবেন|  এখন প্রশ্ন হলো কিভাবে আপনারা আপনাদের জন্মের তারিখ রেশন কার্ডে নিয়ে আসবেন |  হ্যাঁ খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন অনলাইন থেকেই |  অর্থাৎ বাড়িতে বসেই আপনারা আপনার এ সরকারে আপনার জন্মের তারিখ নিয়ে আসতে পারবেন |  এর জন্য আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে আবেদন করার পর আপনার বাড়িতে বাই পোষ্টের মাধ্যমে নতুন রেশন কার্ডে চলে আসবে এবং সেই রেশন কার্ডে আপনার জন্মের তারিখ দেওয়া থাকবে | 


তাহলে চলুন আর দেরি না করে এখনি দেখে নিন কিভাবে আমরা রেশন কার্ডে জন্মের তারিখ নিয়ে আসব | এর জন্য দরকার আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক যদি আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে খুব সহজেই আপনারা অনলাইন থেকে এই কাজটি করতে পারবেন |প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনার রেশন কার্ডের অফিশিয়াল সাইটে লগইন করতে হবে লগইন করার পর কারেকশন অপশন থেকে আপনার রেশন কার্ড কারেকশন করতে হবে মনে রাখবেন কারেকশনের জন্য শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ অপশনটা সিলেক্ট করবেন |আরো ভালোভাবে জানার জন্য নিচে ভিডিও দেওয়া হল আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন দেখার পর আপনারা ভিডিওটি অনুসরণ করুন তাহলেই আপনারাও পারবেন আপনাদের রেশন কার্ডে জন্মের তারিখ নিয়ে আসতে |

Apply Now


0 comments: