Monday, September 12, 2022

প্লাস্টিকের ভোটার কার্ডে (PVC VOTER CARD) পুরনো সাদাকালো ফটো কিভাবে চেঞ্জ করবেন দেখুন

  


বর্তমানে আমাদের সকলের কাছেই ভোটার কার্ড রয়েছে এবং বেশিরভাগ মানুষের কাছে পুরানো সেই কাগজের ভোটার কার্ড রয়েছে এবং খুব কম মানুষের কাছে বর্তমানে পিভিসি বা প্লাস্টিকের ভোটার কার্ড রয়েছে |  অনলাইন থেকে খুব সহজেই পিভিসি অর্থাৎ প্লাস্টিকের ভোটার কার্ড আবেদন করা যায় |


Download Evoter Card Online


Mobile no Link with Voter Card Online

আপনাদের কাছে যদি কাগজের ভোটার কার্ড থাকে সেই কাগজের ভোটার কার্ড এর পরিবর্তে আপনারা অনলাইনে আবেদন করলে পিভিসি অর্থাৎ প্লাস্টিকের ভোটার কার্ড পেয়ে যাবেন |  কিন্তু অনলাইন থেকে পিভিসি ভোটার কার্ড অর্ডার করার পর যখন সেই ভোটার কার্ড আমাদের বাড়িতে আসে তখন আমরা দেখি যে সেই ভোটার কার্ডে আমাদের সেই পুরনো ছবিটি রয়ে গেছে |  দেখতে ভীষণ খারাপ লাগে পুরানো ফটো সহ প্লাস্টিকের ভোটার কার্ড |  কারণ এই প্লাস্টিকের ভোটার কার্ডটি সম্পূর্ণরূপে কালারফুল অর্থাৎ রঙিলি ভোটার কার্ড এবং ভোটার কার্ডে আপনার ছবিটি থাকছে পুরাতন সাদাকালো একটা ছবি এর ফলে স্বাভাবিকভাবেই ভোটার কার্ড পেতে খুব একটা ভালো লাগে না |   যাদের কাছে এই রকম পুরাতন ছবি সহ প্লাস্টিকের ভোটার কার্ড রয়েছে তারা চাইছেন যে কিভাবে এই ফটোটি কে চেঞ্জ করা যায় |  খুব সহজেই আপনারা এই প্লাস্টিকের ভোটার কার্ডের ফটো থেকে চেঞ্জ করতে পারবেন |

 কিভাবে প্লাস্টিকের ভোটার কার্ডের ছবি চেঞ্জ করবেন ?

 1. প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে ভোটার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে যদি আপনি প্রথমবার হন তাহলে আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে Create an account এর ওপর ক্লিক করে |  অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ভোটার পোর্টালে লগইন করতে হবে |
2.  ভোটার পোর্টালে লগইন করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে | এখান থেকে  (Correction In Voter Id )কারেকশন ইন ভোটার আইডির উপর ক্লিক করতে হবে|  এরপর আপনার ভোটের কার্ডের নাম্বার টি নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডে যে সমস্ত পরিবর্তনগুলো অনলাইন থেকে করা যায় সেগুলোর লিস্ট খুলে যাবে এখান থেকে আপনাকে ভোটার কার্ডের ছবি ( Photo Change in voter ID) পরিবর্তন এর ওপর ক্লিক করতে হবে | 
3.  এরপর আপনার কাছে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে |  এই অ্যাপ্লিকেশন ফরমটি যথাযথভাবে ফিলাপ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে আপনি যে নতুন ফটোটি আপনার প্লাস্টিকের ভোটার কার্ড আপডেট করাতে চান সেই ফটোটি আপলোড করতে হবে |  ফটো আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে  | আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেয়া হবে  | এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা খুব সহজেই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার ভোটার কার্ড দিতে ফটো চেঞ্জ হয়েছে কিনা | 
4.  যদি আপনার ভোটার কার্ডের ছবিটির চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অনলাইনে অ্যাপ্রুভ দেখাবে  | অ্যাপ্রুভ দেখানোর পর আপনারা আপনাদের পিভিসি ভোটার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পেয়ে যাবেন অথবা আপনার এলাকার blo  এর কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে  তার কাছে এসেছে কিনা |  যদি আপনার ভোটার কার্ডটি আপনার এলাকার বি এল ও এর কাছে এসে থাকে তাহলে আপনাকে আপনার পুরাতন ভোটার কার্ডটি তাকে দিতে হবে তার পরিবর্তে blo আপনাকে নতুন ভোটার কার্ড দিয়ে দেবে |

Important Link
Online ApplyClick Here
Status CheckClick Here
Download Click Here

0 comments: