Wednesday, September 22, 2021

অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস চেক করুন

অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস চেক করুন |


 

আজকের আর্টিকলে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন| অর্থাৎ যারা যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের আবেদনটি গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে সেটা অনলাইন থেকে কিভাবে চেক করবেন ?অনেকেই রয়েছেন পঞ্চায়েতের জব কার্ডের ফরম ফিলাপ করে জমা দিয়েছেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে জব কার্ডের জন্য ফরম জমা দিয়েছেন |

কিন্তু আপনারা বুঝতে পারছেন না আপনাদের জব কার্ড হয়েছে কিনা |কিছু পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজেই অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনাদের জব কার্ডের জন্য আবেদন গৃহীত হয়েছে কিনা | 

অনলাইন থেকে জব কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?

 

Job Card Status Online

 

 প্রথমে উপরের দেওয়া লিংকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে জব কাটের অফিশিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে |





 

এরপর আপনার সামনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম চলে আসবে |আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা সিলেক্ট করতে হবে |



জেলার নাম সিলেট করার সাথে সাথেই আপনার কাছে আপনার সমস্ত ব্লক চলে আসবে |এখান থেকে আপনার নির্দিষ্ট ব্লগ সিলেক্ট করতে হবে |





 

ব্লক ক্লিক করার সাথে সাথেই সেই ব্লকের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে |এখান থেকে আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত টি সিলেক্ট করতে হবে |

গ্রাম পঞ্চায়েত যখনই আপনি ক্লিক করবেন এরপর সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাদের যাদের জব কার্ডের আবেদন জমা পড়েছে তাদের নাম চলে আসবে |তার সাথে সাথে তারা জব কার্ডের জন্য কবে আবেদন করেছিলেন সেই তারিখটা আপনারা দেখতে পারবেন |



0 comments: