Sunday, January 1, 2023

প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করুন 2 মিনিটে বাড়িতে বসে অনলাইন থেকে 2023 সালের নতুন নিয়মে

  আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক অনলাইন থেকে করে নিন



 বর্তমানে আমাদের ভারতবর্ষের প্রায় বেশিরভাগ মানুষের কাছেই প্যান কার্ড রয়েছে | এই প্যান কার্ড আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি | বিশেষ করে যখন আমরা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাই তখন পেনকার্ড যা হয়| তাই স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষই প্যান কার্ড বানিয়ে নিয়েছেন| কিন্তু সমস্যা হচ্ছে অনেক মানুষের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই| প্যান কার্ড ডিপার্টমেন্ট থেকে অনেকবার নোটিশ জারি করা হয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য| সম্পূর্ণ বিনামূল্যেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যেত| একের পর এক নোটিশ জারি করার পরও এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা এখনো পর্যন্ত তাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক এখনো করেননি | বর্তমানে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আর ফ্রি তে হয় না | এখন 1000 টাকা ফাইন পেমেন্ট করেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যাবে| অর্থাৎ বর্তমানে যদি আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে এবং আপনি যদি এই লিংকের কাজটি করাতে চান তাহলে আপনাকে প্রথমে অনলাইনে 1000 টাকা পেমেন্ট করতে হবে তারপরই আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার টা লিংক হবে | 


Pan-Aadhaar Link Online 2023

কিভাবে অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো যায়?

 সম্পূর্ণ অনলাইন থেকেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো যাবে| অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে| এরপর আপনাকে ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে| ইনকাম ট্যাক্স এর অফিশিয়াল ওয়েবসাইট বাম দিকের মেনুতে আপনি দেখতে পাবেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার অপশন রয়েছে আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে এই লিংকের কাজটি সম্পন্ন করতে হবে|

 প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য নিচের লিংকে ক্লিক করুন


Pan-Aadhaar Link Click Here
Fine Of Rs 1000-/ Click here
 বিশেষ সতর্কবার্তা : বর্তমানে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য যেহেতু 1000 টাকা ফাইন পেমেন্ট করতে হচ্ছে ,তাই অনেকেই এই পেমেন্ট দেওয়ার ভয়ে নতুন করে আবার প্যান কার্ড করার কথা ভাবছেন | যারা নতুন প্যান কার্ড করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে, একজন ব্যক্তির নামে শুধু মাত্র একটাই প্যান কার্ড হয় | যদি আপনারা কোন এক ব্যক্তির নামে দুটো প্যান কার্ড করে ফেলেন তাহলে সেই ব্যক্তির 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স থেকে জরিমানা হতে পারে|

0 comments: