Tuesday, January 3, 2023

প্যান কার্ড হারিয়ে গেলে নতুন প্যান কার্ড অর্ডার করার পদ্ধতি 2024 সালের




  

আজকে আপনাদেরকে দেখানো হবে যদি আপনারা আপনাদের প্যান কার্ডটি হারিয়ে ফেলেন তাহলে সেই প্যান কার্ড দিয়ে কিভাবে আপনারা ফিরে পাবেন |  অথবা আপনার কাছে থাকা প্যান কার্ডটি মনে করুন নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই অবস্থায় আপনি চাইলে নতুন আর একটা প্যান কার্ড অর্ডার করতে পারবেন |

এই অর্ডার করার প্রসেস টি সম্পূর্ণ অনলাইনে | অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে নতুন প্যান কার্ড অর্ডার করার জন্য | মাত্র 50 টাকা চার্জ কাটবে এর ফলে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় চলে আসবে নতুন প্যান কার্ড|

 আপনারা অনেকেই জানেন যে বর্তমানে আমাদের ভারতবর্ষে প্যান কার্ড বানায় মূলত দুটি কোম্পানি যেটাকে আমরা সহজ নামে চিনি ইউটিআই (UTI) এবং এনএসসিএল (NSDL) | তাই অনলাইনে প্যান কার্ড অর্ডার করার জন্য বা প্যান কার্ড রেপৃন্ট করার জন্য আপনাদেরকে আগে জানতে হবে আপনার প্যান কার্ডটি কোন সংস্থা দ্বারা বানানো হয়েছে | আপনার পেন কার্ডটি কোন সংস্থা দ্বারা বানানো হয়েছে সেটা জানার জন্য আপনার প্যান কার্ডের পিছন দিকটা খেয়াল করুন সেখানেই লেখা থাকে | কিন্তু ধরুন আপনি আপনার প্যান কার্ডটি হারিয়ে ফেলেছেন এই অবস্থায় চাইছেন আপনি নতুন আর একটা প্যান কার্ড পেতে অর্থাৎ প্যান কার্ড প্রিন্ট করতে এবং আপনার কাছে  প্যান কার্ডটা নেই তাই আপনি বুঝতে পারছেন না যে আপনার পেন কার্ডটি কোন সংস্থা দ্বারা বানানো হয়েছে |

 এর জন্য চিন্তা করার কোন দরকার নেই আপনারা প্রথমে ইউপিআই থেকে পান কার্ড রেপৃন্ট করার চেষ্টা করবেন যদি ইউটিআই থেকে আপনার প্যান কার্ড বানানো হয় তাহলে অনলাইনের আবেদনপত্রটি আপনারা করতে পারবেন আর যদি ইউটিআই থেকে প্যান কার্ড বানানোর না হয় তাহলে সেখানেই একটা ইরর চলে আসবে অন্যদিকে আপনি যদি এনএসডিএল থেকে প্যান কার্ড প্রিন্ট করার চেষ্টা করেন এবং আপনার প্যান কার্ডটা যদি এনএসডিএল থেকে বানানো না হয় তাহলে এনএসডিএল সাইটে একটা পেয়ে যাবেন ঠিক এভাবেই আপনারা চেক করে নিতে পারবেন যে কোন সংস্থা থেকে আপনার প্যান কার্ড বানানো হয়েছে | ইউটিআই থেকে প্রিন্ট করার চেষ্টা করলেন কিন্তু অ্যাপ্লিকেশন টা হল না তখন আপনারা এনএসডিএল থেকে এপ্লিকেশন করবেন দেখবেন আপনার অ্যাপ্লিকেশন টা হয়ে গেল একই রকম ভাবে আপনারা যখন এনএসডিএল থেকে কোন একটা এপ্লিকেশন করবেন যদি সেটা সম্পূর্ণ না হয় তখন আপনারা ইউটিআই থেকে চেষ্টা করবেন হয়ে যাবে|


 আপনাদের সুবিধার জন্য নিচে ইউটিআই এবং এনএসডিএল এই দুটো সংস্থারই প্যান কার্ড রেপৃন্ট করার লিংক দেয়া হল আপনারা নিচের লিঙ্ক থেকে নিজের নিজের প্যান কার্ড খুব সহজেই Reprint করে নিতে পারবেন |


UTI PAN CARD REPRINT=======CLICK HERE

NSDL PAN CARD REPRINT===== CLICK HERE



0 comments: