Friday, May 7, 2021

ফ্রিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্যান কার্ড আবেদন || UTI PSA Biometric device install for Aadhaar Authentication


 

আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে প্যান কার্ডের আবেদন করবেন |সাধারণত ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে প্যান কার্ড আবেদনের কোনো সিস্টেম নেই |

তবে Pan অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপের সময় যদি আপনার আধার কার্ডের ডাটা ম্যাচ না করে তাহলে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন এর প্রয়োজন হয় |ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন করার জন্য আপনার কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এর ড্রাইভার ইন্সটল থাকতে হয় |অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট ড্রাইভার ঠিকঠাক ইনস্টল থাকলেও কাজ করে না |তাই প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে প্রথমেই সমস্ত রকম ড্রাইভার ইন্সটল করে দিন |এরপর নিচের দেওয়া লিংকে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট এর ড্রাইভার ইন্সটল করে নিন |ইউটিআই পোর্টালে মূলত দুই রকমের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কাজ করে |মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস | তবে সবকিছু ঠিকঠাক ইন্সটল করার পর আপনার ব্রাউজার থেকে অবশ্যই নিচের দেওয়া লেখাটির ( chrome://flags) টাইপ করে লোকালহোস্ট অপশনটি এনেবেল করে নেবেন |


অনেক ক্ষেত্রে দেখা যায় প্যান কার্ড এর Pre-form ফিলাপ করার পর Main Form আসছে না | এই অবস্থায় আপনাকে Edit Preform Case এ ক্লিক করতে হবে |এরপর যেটাতে আপনি ফর্মটা ফিলাপ করেছেন সেই ডেট সিলেক্ট করে সার্চ করতে হবে |তারপর কুপন নাম্বার এর উপর ক্লিক করলেই আধার অথেন্টিকেশন করার অপশনটি চলে আসবে |


Mantra RD Service Download

Mantra Driver Download



0 comments: