Monday, February 8, 2021

Pan Card Reprint Online || প্যান কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন প্যান কার্ড কিভাবে পাবেন দেখুন

 অনলাইনে নতুন প্যান কার্ড প্রিন্ট কিভাবে করবেন ?




আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই প্যান কার্ড রয়েছে এবং বর্তমান সময়ে প্যান কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আমরা সকলেই ব্যবহার করে থাকি |

প্যান কার্ড বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি ব্যাংক একাউন্ট খুলতে চান সে ক্ষেত্রে প্যান কার্ড লাগবে প্যান কার্ড ছাড়া বর্তমানে একাউন্ট খোলা খুবই ঝামেলাপূর্ণ একটা ব্যাপার |কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্যান কার্ডটি বেশি ব্যবহার করার জন্য প্যান কার্ডের নাম্বার গুলো অনেক সময় মুছে যায় |এর ফলে আমাদের নতুন আরেকটি প্যান কার্ড প্রয়োজন হয় |আপনার যদি প্যান কার্ডটি অবস্থা ঠিক এইরকমই হয় অর্থাৎ প্যান কার্ড যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি খুব সহজেই অনলাইন থেকে একই প্যান কার্ড প্রিন্ট এর জন্য অর্ডার করতে পারবেন |অনলাইনে নতুন প্যান কার্ড প্রিন্ট করার জন্য আপনার কাছে শুধুমাত্র আপনার প্যান কার্ডের নাম্বার টি থাকতে হবে |অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই প্যান কার্ড হারিয়ে ফেলেছেন কিন্তু তার কাছে প্যান কার্ডের নাম্বারটি আছে তাহলে তিনি খুব সহজেই বাড়িতে বসেই সেই প্যান কার্ডের নাম্বার দিয়ে নতুন আরেকটি প্যান কার্ডের অর্ডার করতে পারবেন |এই অর্ডার প্রক্রিয়াটি সম্পন্ন অনলাইন থেকেই করা যায় মোবাইলের মাধ্যমে |প্যান কার্ড পিন করার জন্য মাত্র 50 টাকা চার্জ পেমেন্ট করতে হয় এরপর নতুন প্যান কার্ড স্পিড পোস্ট এর মাধ্যমে কাস্টোমারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়|


ভারতবর্ষে মূলত দুটি কোম্পানি প্যান কার্ড বানিয়ে থাকেন| প্যান কার্ড প্রিন্ট করার আগে আপনাকে জানতে হবে আপনার প্যান কার্ডটি কোন কোম্পানি থেকে বানানো

1.NSDL

2.UTIITSL


এই দুটি কোম্পানির মধ্যে যে কোম্পানি থেকে আপনার প্যান কার্ডটি করা রয়েছে সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন প্যান কার্ডের প্রিন্ট করার জন্য এপ্লাই করতে হয় |আপনি যদি বুঝতে না পারেন যে আপনার প্যান কার্ড কোন কোম্পানি থেকে বানানো হয়েছে তাহলে আপনি আপনার প্যান কার্ডের উল্টোদিকে সেই কোম্পানি নামটি পেয়ে যাবেন |


 NSDL PAN CARD REPRINT ONLINE


UTIITSL PAN CARD REPRINT ONLINE


UTI Payment Pending reprint


UTI Pan Status 


NSDL Pan Status 




UTIITSL CUSTOMER CARE DETAILS

Contact: +91 33 40802999, 033 40802999

Timings: 9:00AM to 8:00PM (Open all days)

Email    : utiitsl.gsd@utiitsl.com



NSDL CUSTOMER CARE DETAILS

1800 1020 990 / 1800 224 430




 


0 comments: