Wednesday, December 23, 2020

বাংলা শস্য বীমা যোজনা ফর্ম ফিলাপ Bangla Shasya Bima Apply



পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুরু করেছে “বাংলা শস্য বীমা যোজনা” |এই যোজনায় সমস্ত কৃষকরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন |কোন কারণে যদি কৃষকদের শস্য ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে দেয়া হবে | “বাংলা শস্য বীমা” যোজনা ফর্ম ফিলাপ করে দুয়ারের সরকার ক্যাম্পে জমা করা যাবে |যে সমস্ত কৃষকদের নিজস্ব জমি রয়েছে সে সমস্ত কৃষকরা তাদের জমির পর্চা বা রেকর্ড এর জেরক্স কপি সহ আবেদনপত্রটি ফিলাপ করে জমা করতে পারবে | অনেক কৃষক রয়েছেন যাদের নিজস্ব জমি নেই সেক্ষেত্রে তারা তাদের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানের কাছ থেকে শংসাপত্র নিয়ে আসতে হবে |


কি কি ডকুমেন্ট লাগবে ?

বাংলা শস্য বীমা যোজনা নাম নথিভুক্ত করতে হলে নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন |
1. ভোটের কার্ড 

2. আধার কার্ড 

3. ব্যাংক পাস বই 

4. কৃষি জমির পর্চা বা রেকর্ড 

5. নিজস্ব জমি না থাকলে পঞ্চায়েত এর শংসাপত্র |


উপরোক্ত সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্রটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে |বাংলা শস্য বীমা যোজনা আবেদন করতে হলে নিচের দেওয়া লিংক থেকে আবেদনপত্র টি ডাউনলোড করুন |


বাংলা শস্য বীমা যোজনা আবেদন পত্র ডাউনলোড 

Download

0 comments: