Thursday, October 28, 2021

স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা আছে ? এখনই মোবাইল থেকে চেক করুন

 স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা আছে ?






বর্তমানে প্রায় সবার কাছেই স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে |রাজ্য সরকার সবাইকে বিনামূল্যে এই স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন | এই স্বাস্থ্য সাথী কার্ড এর সাহায্যে বিনামূল্যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা করা যায় | আপনি কি জানেন আপনার স্বাস্থ্য সাথী কার্ড এ বর্তমানে কত টাকা রয়েছে ?

অনেকেই জানেন না |আজকে আপনাদেরকে দেখানো হবে যে আপনারা কিভাবে অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে চেক করবেন আপনার স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা ব্যালেন্স রয়েছে |ধরুন আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেছেন |এই অবস্থায় আপনি বুঝতে পারছেন না যে আপনার স্বাস্থ্য সাথী কার্ড এ বর্তমানে আর কত টাকা অবশিষ্ট রয়েছে |তাহলে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা অবশিষ্ট রয়েছে |


স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে অথবা নিচের দেওয়া লিংক থেকে স্বাস্থ্য সাথীর মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে |স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনার ফোনে ইন্সটল করতে হবে ইনস্টল করার সময় যতগুলো পারমিশন চাবে সমস্ত পারমিশন দিতে হবে |

Download Swasthya Sathi App



স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশনটি কে ইন্সটল করার সাথে সাথে আপনার কাছে অ্যাপ্লিকেশনটি খুলে যাবে |এই অ্যাপস থেকে আপনারা স্বাস্থ্য সাথী কার্ড এর সম্পর্কিত বিভিন্ন রকম সহায়তা পেয়ে যাবেন |যেমন আপনি এই অ্যাপস এর মাধ্যমে আপনার নিকটবর্তী কোন কোন সরকারি এবং বেসরকারি হসপিটালে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা সাহায্য পাওয়া যায় তার লিস্ট চেক করতে পারবেন |আপনার আবেদন করার স্বাস্থ্য সাথী কার্ড এর স্ট্যাটাস চেক করতে পারবেন |

আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স চেক করতে চান তাহলে অ্যাপসের দেওয়া URN VERIFICATION এর ওপর ক্লিক করতে হবে | নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন



এরপর আপনার কাছে পরবর্তী পেজ খুলে যাবে এখানে আপনার জেলা সিলেট করতে হবে এবং স্বাস্থ্য সাথী কার্ড এর ধাকা URN নাম্বারটি নির্ভুলভাবে টাইপ করতে হবে  | তারপর Show Data  লেখার উপর ক্লিক করতে হবে  | ক্লিক করার সাথে সাথেই সেই স্বাস্থ্য সাথী কার্ড এর যতজনের নাম লিপিবদ্ধ থাকবে সবার নামের লিস্ট দেখাবে এবং সবার নিচে চ্যালেঞ্জের অপশন দেওয়া থাকবে আপনাকে সেই চেক ব্যালেন্স এর ওপরে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে স্বাস্থ্য সাথী কার্ড এর থাকা মোট টাকার পরিমান দেখানো হবে |

0 comments: