Sunday, November 7, 2021

CSC ছাড়াই e-SHRAM কার্ড আবেদন পদ্ধতি

 CSC  ছাড়াই e-SHRAM কার্ড আবেদন পদ্ধতি 



সারা ভারতবর্ষের প্রায় 38 কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে e-SHRAM কার্ড পোর্টাল |এই e-SHRAM কার্ড এর সুবিধা পাওয়ার জন্য e-SHRAM কার্ড পোর্টালে শ্রমিকদের নাম নথিভুক্তকরণ এর প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে |

এই e-SHRAM কার্ড  কার্ড থাকলেই পাওয়া যাবে একাধিক সুবিধা |এই নতুন পোর্টাল থেকে নির্মাণ কার্যের শ্রমিক ,পরিযায়ী শ্রমিক ,বিভিন্ন রকম হকার ,ইত্যাদি সহ দেশের অসংগঠিত শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে পারবেন | এই e-SHRAM কার্ড পোর্টালটি উদ্বোধনের সময় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছিলেন এই পোর্টাল এর সাহায্যে যারা যারা e-SHRAM কার্ডের জন্য আবেদন করবে তাদেরকে সরকারের বিভিন্ন রকম স্কিম এর সুবিধা দেয়া হবে| ছাড়া ভারতবর্ষজুড়ে এই প্রথম এমন একটা ব্যবস্থা বা সিস্টেম তৈরি করা হলো যার মাধ্যমে দেশের সমস্ত শ্রমিকদের সাথে কেন্দ্রের সরাসরি যোগাযোগ থাকছে |e-SHRAM কার্ড  সঠিকভাবে আবেদন করার পর সাথে সাথেই একটা ইউনিক নাম্বার সহ e-SHRAM কার্ড  দেওয়া হবে |


এই e-SHRAM কার্ড পোর্টাল থেকে কি কি সুবিধা পাওয়া যাবে ?


1. এই নতুন পোর্টাল থেকে ভারতবর্ষের বিভিন্ন শ্রমিক যেমন দিনমজুর, পরিযায়ী শ্রমিক, পরিচারিকা ও পরিচালক, ফুটপাতের দোকানদার সহ 38 কোটি অসংগঠিত শ্রমিকরা e-SHRAM কার্ডের জন্য আবেদন করতে পারবেন |


2.e-SHRAM কার্ড পোর্টালে শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করাতে না পারলে বা কোন রকম সহায়তা পাওয়ার জন্য সম্পূর্ণ আলাদা একটা টোল ফ্রি নাম্বার দেয়া হয়েছে শ্রমিকদের জন্য |যেকোনো সময় তারা এই টোল ফ্রি নাম্বার এ ফোন করে বিভিন্ন রকম সমস্যার সমাধান দিতে পারেন |টোল ফ্রি নাম্বার টি হল 14434 |


3.e-SHRAM কার্ডের জন্য শ্রমিকদেরকে নিজেদের আধার কার্ড এবং ব্যাংকের ডিটেলস পোর্টালের সাবমিট করতে হয় | 


4.e-SHRAM কার্ড সঠিকভাবে আবেদন করা হয়ে গেলে আবেদনের সাথে সাথেই 12 অংক বিশিষ্ট একটি নতুন নাম্বার সহ  e-SHRAM কার্ড ডাউনলোড করতে পারবেন শ্রমিকরা |


5.যে সমস্ত শ্রমিকদের e-SHRAM কার্ড থাকবে এবং তাদের যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তাহলে তার পরিবারকে 2  লক্ষ টাকা দেওয়া হবে |পাশাপাশি দুর্ঘটনাজনিত কোনো কারণে যদি শ্রমিকরা বিকলাঙ্গ হয়ে যান সে ক্ষেত্রে তাকে সাহায্য দেয়া হবে সরকারের তরফ থেকে |


কিভাবে e-SHRAM কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ?


1.প্রথমে e-SHRAM কার্ডের নতুন পোর্টালে (https://www.eshram.gov.in/ )লগইন করতে হবে |


2.এরপর  Register on e-Shram এর ওপর ক্লিক করতে হবে |


2.যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে শ্রমিকরা নিজেই নিজের e-SHRAM কার্ডের জন্য আবেদন করতে পারবেন |আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে তাকে যেকোনো CSC  সেন্টার এ যেতে হবে |


3.e-SHRAM  কার্ড পাওয়ার জন্য আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছর হতে হবে |


CSC ছাড়াই e-SHRAM কার্ড আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

Apply e-SHRAM Card online


0 comments: