Thursday, October 14, 2021

Pan card ডকুমেন্ট রিসাইজ করার সফটওয়্যার

 যারা প্যান কার্ডের কাজ করেন বিশেষ করে যাদের কাছে প্যান কার্ড এজেন্সি রয়েছে তাদের প্যান কার্ড ডকুমেন্ট এবং সিগনেচার এর সাইজ করার জন্য বিশেষ টুল এর প্রয়োজন হয় |কারণ প্যান কার্ডের ডকুমেন্ট ফটো অথবা সিগনেচার নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট সাইজে আপলোড করতে হয় |যদি সাইজ অথবা মাপ ঠিকঠাক না হয় তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম অথবা সিগনেচার ছবি আপলোড হয় না |তাই অনেকেই ফটোশপের সাহায্যে প্যান কার্ডের ডকুমেন্টগুলো রিসাইজিং করে থাকেন |স্বাভাবিকভাবেই ফটোশপ থেকে এইভাবে প্যান কার্ডের ডকুমেন্টকে রিচার্জ করা অনেকটাই কষ্টকর এবং সময় দায়ক |তাই আজকে আপনাদের সাথে এমন একটা টুল এর নাম শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে প্যান কার্ডের ফটো এবং সিগনেচার কে রিসাইজ করে নিতে পারবেন |


প্যান কার্ডের ডকুমেন্টগুলো আপলোড করার সময় ডকুমেন্টগুলো সাইজ এবং স্পেসিফিকেশন কেমন হবে ?


1.প্যান অ্যাপ্লিকেশন ফর্ম : প্যান কার্ডের ফরম সম্পূর্ণভাবে ফিলাপ করার পর সেই ফরমটি প্রিন্ট আউট করতে হয় এবং তার সাথে আধার কার্ড বা অন্য ডকুমেন্ট একসাথে পিডিএফ করে আপলোড করতে হয় | 

প্যান  অ্যাপ্লিকেশন ফর্ম টি অবশ্যই পিডিএফে হতে হবে 

প্যান অ্যাপ্লিকেশন ফর্ম টি 2mb কম হতে হবে 


2.ফটো :আবেদনকারীর ফটোটি অবশ্যই রঙিন ফটো হতে হবে |যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকে তাহলে খুব ভালো হয় |কালার ব্যাকগ্রাউন্ড চলবে কোন সমস্যা নেই |


ফটোটি 300 dpi এর মধ্যে হতে হবে  |

ফটোর সাইজ 213 x 213 px হতে হবে |

ফটোর সাইজ 30 এর  kb কম হতে হবে  |

ফটোটি অবশ্যই JPEG  ফরম্যাটে হতে হবে 


3.সিগনেচার :আবেদনকারীকে প্যান এপ্লিকেশন ফর্মে অবশ্যই কালো কালির কলম দিয়ে সই করতে হবে |এবং সেটাকে অবশ্যই কোন সফটওয়্যার বা ফটোশপের সাহায্যে সাদাকালো করে নিতে হবে |


কালো কালির কলম দিয়ে সই করতে হবে |

সইটিকে সাদাকালো তে রূপান্তরিত করতে হয় | 

সইটি  60 এর  kb কম হতে হবে  |

অবশ্যই JPEG  ফরম্যাটে হতে হবে |

600 dpi এর মধ্যে হতে হবে |


নিচের দেওয়া সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা এক ক্লিকেই PAN অ্যাপ্লিকেশন ফর্ম, ফটো এবং সিগনেচার গুলিকে এক ক্লিকেই রিসাইজিং করে নিতে পারবেন |



Pan Photo & Signature Cropping Tool site 1

pan photo& Signature Cropping tool site 2

Pan form Marge PDF





0 comments: