আজকাল চারদিকে এক অদ্ভুত উৎকণ্ঠার পরিবেশ। প্রতিদিন BDO ও SDO অফিসের সামনে মানুষের ভিড়, হাতে নথির ফাইল, চোখে দুশ্চিন্তার ছাপ। কারণ একটাই — শুরু হয়েছে SIR (Special Intensive Revision), অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া। ইতিমধ্যেই বহু মানুষের নামে নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন কারণে — ভুল তথ্য, সন্দেহজনক এন্ট্রি, ডুপ্লিকেট নাম কিংবা পরিচয় যাচাই সংক্রান্ত বিষয়ে। নোটিশ হাতে পেয়েই মানুষ ছুটছে শুনানিতে অংশ নিতে, নিজেদের পরিচয় ও অধিকার রক্ষা করতে।
