Saturday, July 20, 2024

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নতুন PCC পোর্টাল চালু করলো পশ্চিমবঙ্গ সরকার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নতুন PCC পোর্টাল চালু করলো পশ্চিমবঙ্গ সরকার

 

পশ্চিমবঙ্গ সরকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) এর জন্য একটি নতুন পোর্টাল চালু করেছে যার নাম পিসিসি পোর্টাল Police Clearance Certificate (PCC) । এই পোর্টালের মাধ্যমে PCC পেতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। PCC পোর্টালের মাধ্যমে আপনি সহজেই PCC পেতে পারবেন এবং আপনার সময় শ্রম বাঁচাতে পারবেন।

Friday, June 28, 2024

Jio & Airtel New Tariff Plans Efective From 3rd july 2024


 

 রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যান বাড়াতে চলেছে ।হ্যাঁ বন্ধুরা আগামী ৩ জুলাই থেকে রিলায়েন্স জিও এবং airtel তারা তাদের বর্তমানে যে রিচার্জ প্ল্যান রয়েছে সেটা অনেকটাই বাড়াতে চলেছে । এ রিচার্জ বাড়ার ফলে স্বাভাবিকভাবেই রিলায়েন্স জিও এবং এয়ারটেল উপভোক্তারা সমস্যার মধ্যে পড়বেন। বর্তমানে এই উভয় কোম্পানিতেই যে রিচার্জ প্ল্যান আছে আগামী ৩ জুলাই এর পর  থেকে সেই প্লান গুলি অনেকটাই বেড়ে যাবে ।

Wednesday, April 24, 2024

বাচ্চাদের রেশন কার্ড কিভাবে অনলাইনে একদিনে পাবেন দেখে নিন

বাচ্চাদের রেশন কার্ড কিভাবে অনলাইনে একদিনে পাবেন দেখে নিন

 আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনাদের পরিবারের কোনো বাচ্চার রেশন কার্ড যদি না হয়ে থাকে তাহলে অনলাইনের মাধ্যমে রেশন কার্ড কিভাবে আবেদন করবেন । বর্তমানে অনলাইন থেকে রেশন কার্ড আবেদন করার সাথে সাথেই রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ যদি সকালবেলায় আবেদন করেন বিকেল বেলার মাধ্যমে আপনার রেশন কার্ডটি হয়ে যাবে ।

Wednesday, April 17, 2024

রেশন কার্ডের সাথে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করানোর পদ্ধতি।

 বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই রেশন কার্ড রয়েছে। এই রেশন কার্ডের সাহায্যে আমরা প্রতি মাসে রেশন মাল পেয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে সারা ভারত বর্ষ জুড়ে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যে সমস্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড বায়োমেট্রিক লিংক করা থাকবে না সে সমস্ত রেশন কার্ড থেকে রেশন মাল পাওয়া যাবে না। 

Saturday, March 16, 2024

আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না জেনে নিন অনলাইন থেকে

আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না জেনে নিন অনলাইন থেকে

 আধার ডিপার্টমেন্ট (UIDAI) থেকে ইতিমধ্যেই বলে দেয়া হয়েছে প্রত্যেকটি নাগরিককে তাদের আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করতে হবে । এই আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করার শেষ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে 14/06/2024  তারিখ পর্যন্ত। 

Thursday, March 7, 2024

প্যান কার্ড পোর্টালের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে বানাবেন ?

প্যান কার্ড পোর্টালের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে বানাবেন ?

 UTI PSA police verification certificate

আপনার কাছে যদি একটি অনলাইনে দোকান থাকে বা সাইবার ক্যাফে থাকে এবং সেখান থেকে যদি আপনি প্যান কার্ডের পরিষেবা প্রদান করে থাকেন, তাহলে বর্তমানে প্যান কার্ড ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্যান কার্ড পোর্টালের কাজ ভবিষ্যতে জারি রাখতে হলে প্যান কার্ড পোর্টালে একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে ।

Wednesday, February 21, 2024

রাজ্যের আধার সমস্যার পোর্টাল | Rajyer Aadhaar Samasyar Portal |

 বিদেশি তকমা দিয়ে প্রত্যেকদিন আমাদের ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে আধার ডিপার্টমেন্ট থেকে । আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার জন্যই সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছেন । 

Saturday, February 17, 2024

Why Aadhaar card De-Activate in India ?

Why Aadhaar card  De-Activate in India ?

 (1) নিম্নলিখিত পরিস্থিতিতে একজন আধার নম্বরধারীর আধার নম্বর বাতিল করা হবে:- 

(a) যদি এটি প্রতিষ্ঠিত হয় যে একই ব্যক্তিকে একাধিক আধার নম্বর জারি করা হয়েছে, তাহলে আগের তালিকাভুক্তি থেকে বরাদ্দকৃত আধার নম্বর বজায় রাখা হবে, এবং পরবর্তী সমস্ত আধার নম্বর বাতিল করা হবে।

(খ) যেখানে আধার নম্বর নির্ধারিত নির্দেশিকা লঙ্ঘন করে তৈরি করা হয়েছে:— 

(i) "ফটো অন ফটো" ক্ষেত্রে যেখানে মূল বায়োমেট্রিক তথ্য উপলব্ধ নেই: যেখানে একটি বিদ্যমান তালিকাভুক্তির সময় একটি নতুন ছবি তোলার পরিবর্তে নথিভুক্তির জন্য ছবি ব্যবহার করা হয় কেন্দ্র, এবং যেখানে নথিভুক্তির সময় মূল বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করা হয়নি, বাসিন্দার আধার নম্বর বাতিল করা হবে |

(ii) "মিথ্যা বায়োমেট্রিক ব্যতিক্রম" ক্ষেত্রে: যেখানে তালিকাভুক্তি ভুলভাবে করা হয়েছে'বায়োমেট্রিক ব্যতিক্রম' ক্ষেত্রে, আধার নম্বর বাতিল করা হবে।

(iii) যেখানে ক্যাপচার এড়াতে একজন প্রাপ্তবয়স্ককে পাঁচ বছরের কম বয়সী শিশু হিসাবে নথিভুক্ত করা হয়েছেবায়োমেট্রিক তথ্য, আধার নম্বর বাতিল করা হবে।

(iv) অন্য যেকোন মামলা বাতিলের প্রয়োজন কারণ তালিকাভুক্তি প্রতারণামূলক প্রতীয়মান হয়

কর্তৃপক্ষ ।



THE AADHAAR  REGULATIONS 28A

SEARCH AADHAAR REGINAL OFFICE


যে ক্ষেত্রে আধার নম্বর নিষ্ক্রিয় করা প্রয়োজন।

(1) নিম্নলিখিত পরিস্থিতিতে একজন আধার নম্বরধারীর আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে: (a) "ফটো অন ফটো" এবং মূল বায়োমেট্রিক তথ্য পাওয়া যায়: যেখানে একটি বিদ্যমান ছবি ব্যবহার করা হয় তালিকাভুক্তি কেন্দ্রে একটি নতুন ছবি তোলার পরিবর্তে, এবং যেখানে মূল বায়োমেট্রিক বাসিন্দার তথ্য ক্যাপচার করা হয়েছে, আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে, এবং বাসিন্দা তার ছবি আপডেট করতে বলেছেন. তার ছবি সফলভাবে আপডেট করার পর, আধার নম্বর পুনরায় সক্রিয় করা যেতে পারে।

(b) "মিথ্যা আংশিক বায়োমেট্রিক ব্যতিক্রম" ক্ষেত্রে: যেখানে কিছু বৈশিষ্ট্য বায়োমেট্রিক গঠন করে বাসিন্দাদের সরবরাহ করার মতো অবস্থানে থাকা সত্ত্বেও তথ্য ধরা পড়েনি, আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে। (গ) যেখানে পরবর্তী পর্যায়ে দেখা যায় যে বৈধ সমর্থন ছাড়াই তালিকাভুক্তি করা হয়েছে নথি, আধার নম্বর ধারক দ্বারা আপডেট না হওয়া পর্যন্ত আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে বৈধ সমর্থনকারী নথি সরবরাহ করার পরে।

(d) যেখানে ক্যাপচার করা তথ্যটি খারাপ ডেটা এবং আপডেটের প্রয়োজন হিসাবে চিহ্নিত করা হয়েছে (যেমনমিশ্র/অসামান্য বায়োমেট্রিক্স তথ্য, গালিগালাজ/অশ্লীল শব্দ এবং অসংসদীয় ভাষাআবাসিক জনসংখ্যা, 'urf' বা 'Alias' ব্যবহার করে একক নামে একাধিক নাম), আধার নম্বরএটি আধার ধারক দ্বারা আপডেট না হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় করা হবে।

(e) যেখানে একটি শিশু পাঁচ বা পনের বছর বয়সে পৌঁছে তার বায়োমেট্রিক আপডেট করতে ব্যর্থ হয়এই বয়সে পৌঁছানোর দুই বছরের মধ্যে তথ্য, তার আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে। ভিতরেযে ক্ষেত্রে এই ধরনের আপডেট নিষ্ক্রিয় করার পরে এক বছরের মেয়াদে সম্পন্ন করা হয়নি,আধার নম্বর বাদ দেওয়া হবে।

(f) কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত বলে বিবেচিত অন্য কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয়করণের প্রয়োজন।

(2) নিষ্ক্রিয় করার পরে, আধার নম্বর ধারককে কর্তৃপক্ষ দ্বারা সরবরাহ করা পরিষেবাগুলি হবেআধার নম্বর ধারক তথ্য আপডেট বা সংশোধন না করা পর্যন্ত সাময়িকভাবে বন্ধযার জন্য তার আধার নম্বরটি কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করে দিয়েছে।


Check Aadhaar Card Validity 

Thursday, February 8, 2024

১০০ দিনের কাজের টাকা পাবেন এই March মাসেই, দেখে নিন আপনার জব কার্ডে কত টাকা রয়েছে ?

১০০ দিনের কাজের টাকা পাবেন এই March মাসেই, দেখে নিন আপনার জব কার্ডে কত টাকা রয়েছে  ?



 বর্তমানে যাদের কাছে জব কার্ড রয়েছে এবং যারা জব কার্ডে ১০০ দিনের কাজ করেছেন তারা ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের তরফ থেকে পাননি ।প্রচুর গরীব মানুষ রয়েছেন যাদের এই জব কার্ডের টাকা না পাওয়ার জন্য খুব কষ্টের সাথে জীবন অতিবাহিত হচ্ছে। 

Wednesday, January 17, 2024

Online All Bank Aadhaar Seeding and Status check

Online All Bank Aadhaar Seeding and Status check


Online All Bank Aadhaar Seeding and Status check

বর্তমানে আমাদের সকলের কাছেই কোনো না কোনো ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক একাউন্টে যদি আপনারা সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পেতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটি আধারের সাথে Seeding হওয়া দরকার ।