Saturday, March 16, 2024

আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না জেনে নিন অনলাইন থেকে

 আধার ডিপার্টমেন্ট (UIDAI) থেকে ইতিমধ্যেই বলে দেয়া হয়েছে প্রত্যেকটি নাগরিককে তাদের আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করতে হবে । এই আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করার শেষ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে 14/06/2024  তারিখ পর্যন্ত। 

প্রচুর রেসিডেন্ট রয়েছেন যারা বুঝতে পারছেন না তাদের আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না । আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট কেন করতে হবে কিসের জন্য করতে হবে এই বিষয়টি আজও সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় | সাধারণ মানুষের এই দ্বিধা দূর করার জন্য আধার ডিপার্টমেন্ট  (UIDAI) থেকে খুব সহজেই চেক করা যায় যে কোন ব্যক্তির আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন আছে কিনা । 

মূলত আধার কার্ডে ডকুমেন্ট আপডেট হচ্ছে আধার ধারক  এই পৃথিবীতে জীবিত আছে কিনা সেটাই জানার জন্যই আধারে ডকুমেন্ট আপডেটের প্রধান কারণ। নিচে একটি লিঙ্ক দেয়া হল যে লিংকে সাধারণ মানুষ ক্লিক করে তাদের আধার নাম্বার বসিয়ে সাবমিট করলেই তারা জানতে পারবেন তাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন আছে কিনা । যদি আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন থাকে তাহলে আপনারা অনলাইন থেকেই জেনে নিতে পারবেন এবং নির্দিষ্ট পদ্ধতি ফলো করে খুব সহজেই অনলাইনে বাড়িতে বসেই আপনাদের আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেটের কাজটি সম্পন্ন করতে পারবেন। কোন ব্যক্তি যদি তার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট না করে ভবিষ্যতে তার আধার কার্ডটি ডিএক্টিভেট করে দেয়া হতে পারে আধার ডিপার্টমেন্ট থেকে। 


Check Aadhaar Document Update Status Online

Aadhaar Document Update Online

Document Marge Pdf

তাই যখন আপনারা অনলাইন থেকে চেক করবেন যে আপনার আঁধারের সাথে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কিনা যদি দেখেন প্রয়োজন আছে তাহলে তৎক্ষণিক আপনারা আপনাদের আধারের সাথে ডকুমেন্ট আপডেটের কাজটি করে নেবেন যাতে করে ভবিষ্যতে আপনার আধার কার্ডটি সুরক্ষিত থাকে ।

আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে কিনা এবং আধার কার্ডে ডকুমেন্ট আপডেট কিভাবে করতে হয় তার জন্য নিচের ভিডিওটি দেখুন তাহলেই খুব সহজে আপনারা অনলাইন থেকে এই ডকুমেন্ট আপডেট এর কাজটি করতে পারবেন ।

Video Tutorial

0 comments: