রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যান বাড়াতে চলেছে ।হ্যাঁ বন্ধুরা আগামী ৩ জুলাই থেকে রিলায়েন্স জিও এবং airtel তারা তাদের বর্তমানে যে রিচার্জ প্ল্যান রয়েছে সেটা অনেকটাই বাড়াতে চলেছে । এ রিচার্জ বাড়ার ফলে স্বাভাবিকভাবেই রিলায়েন্স জিও এবং এয়ারটেল উপভোক্তারা সমস্যার মধ্যে পড়বেন। বর্তমানে এই উভয় কোম্পানিতেই যে রিচার্জ প্ল্যান আছে আগামী ৩ জুলাই এর পর থেকে সেই প্লান গুলি অনেকটাই বেড়ে যাবে ।
এর ফলে মধ্যবিত্ত পরিবারের পকেটে একটা ভালো টান পড়বে । এমনিতেই দিন দিন মোবাইল কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলিকে এমনভাবে তৈরি করছে যে ৩০ দিনে এক মাস হয় তার পরিবর্তে এখন আমরা বুঝতে পারছি 18 দিনেও একমাস হয় । চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়া হোক বর্তমানে রিলায়েন্স জিওর কি রিচার্জ প্ল্যান ছিল এবং আগামী তিন জুলাই থেকে তা পরিবর্তন হয়ে কি হবে ।
উভয় ক্ষেত্রেই আনলিমিটেড ৫জি দেয়া হয় । কিন্তু ৩ জুলাই এর পর থেকে আনলিমিটেড ৫জি পেতে হলে আপনার মোবাইলে অবশ্যই 2GB/Day প্রতিদিন প্যাক রিচার্জ থাকতে হবে । নইলে আপনারা আনলিমিটেড 5g উপভোগ করতে পারবেন না ।
Jio tariff hike: Compare old and new plans
Monthly Plans
- Rs 155 (old) vs Rs 189 (new): 2 GB data, 28 days
- Rs 209 (old) vs Rs 249 (new): 1 GB/day, 28 days
- Rs 239 (old) vs Rs 299 (new): 1.5 GB/day, 28 days
- Rs 299 (old) vs Rs 349 (new): 2 GB/day, 28 days
- Rs 349 (old) vs Rs 399 (new): 2.5 GB/day, 28 days
- Rs 399 (old) vs Rs 449 (new): 3 GB/day, 28 days
2-Month Plans
- Rs 479 (old) vs Rs 579 (new): 1.5 GB/day, 56 days
- Rs 533 (old) vs Rs 629 (new): 2 GB/day, 56 days
3-Month Plans
- Rs 395 (old) vs Rs 479 (new): 6 GB, 84 days
- Rs 666 (old) vs Rs 799 (new): 1.5 GB/day, 84 days
- Rs 719 (old) vs Rs 859 (new): 2 GB/day, 84 days
- Rs 999 (old) vs Rs 1199 (new): 3 GB/day, 84 days
Annual Plans
- Rs 1559 (old) vs Rs 1899 (new): 24 GB, 336 days
- Rs 2999 (old) vs Rs 3599 (new): 2.5 GB/day, 365 days
Data Add-on Plans
- Rs 15 (old) vs Rs 19 (new): 1 GB, valid base plan
- Rs 25 (old) vs Rs 29 (new): 2 GB, valid base plan
- Rs 61 (old) vs Rs 69 (new): 6 GB, valid base plan
Postpaid Plans
- Rs 299 (old) vs Rs 349 (new): 30 GB, bill cycle
- Rs 399 (old) vs Rs 449 (new): 75 GB, bill cycle
Airtel tariff hike: Compare old and new plans
0 comments: