অবশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পাওয়ার যোগ্যতা তাদের নামের লিস্ট প্রকাশিত হলো | খুব সহজেই আপনারা অনলাইন থেকে চেক করে নিতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা 2023 ঘরের লিস্টে আপনার নাম আছে কিনা | শুধু আপনার নামই নয় অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের গ্রামে কারা কারা ঘর পাচ্ছে তাদের ও সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন এই লিস্টের মাধ্যমে |
বর্তমানে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা ঘর পাওয়ার যোগ্য এবং যাদের বাড়িতে ইতিমধ্যেই সার্ভে হয়ে গেছে এবং তারা যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অনলাইনে সেই সমস্ত পরিবারের তথ্য দেয়া হয়েছে এই তথ্য দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোন পরিবার ঘর পাওয়ার জন্য কত টাকা পাচ্ছেন তার ঘর পাওয়ার সেনসিটিভ কবে রয়েছে |
অনলাইনে 2023 সালের ঘর পাওয়ার নামের লিস্ট কিভাবে চেক করবেন ?
অনলাইন থেকে খুব সহজেই 2023 সালের ঘর পাওয়ার নামের লিস্ট চেক করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে যে সমস্ত বন্ধুরা মোবাইল ফোনের মাধ্যমে এই ঘর পাওয়ার লিস্ট চেক করবেন তারা তাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের ডেক্সটপ মোড অন করে রাখবেন এতে সার্চ করতে আপনাদের অনেক সুবিধা হবে |
অনলাইন থেকে 2023 সালের ঘর পাওয়ার নামের লিস্ট দেখার জন্য প্রথমেই আপনাকে নিচের দেওয়া নির্দিষ্ট লিঙ্গের উপর ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে 2023 সালের ঘর পাওয়ার নামের লিস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে |
Pradhan Mantri Awas Yojana final list Download
এখানে আপনাদের ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং গ্রামের নাম সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সাবমিট করলেই সেই নির্দিষ্ট গ্রামে কতজন ব্যক্তি বা পরিবার ঘর পাওয়ার যোগ্য তাদের নামের লিস্ট চলে আসবে সাথে সেই পরিবারের আরও যাবতীয় তথ্য আপনারা অনলাইন থেকেই দেখতে পাবেন|
0 comments: