Monday, October 3, 2022

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন এর জন্য অনলাইনে আবেদন করুন|

  বর্তমানে সবার বাড়িতেই গ্যাসের কানেকশন রয়েছে তবে যে সমস্ত বাড়িতে এখনো পর্যন্ত গ্যাসের কানেকশন নেই তারা সম্পূর্ণ বিনামূল্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নিতে পারেন |

 প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস এর কানেকশন নেওয়ার জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন |  এতদিন ধরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন অফলাইনে অর্থাৎ গ্যাসের অফিসে গিয়ে আবেদন করতে হতো |


 সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস এর কানেকশন এর আবেদন পত্রটি অনলাইনে করে দেওয়া হয়েছে |  এখন থেকে গ্রাহকরা খুব সহজেই অনলাইন থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন এর জন্য আবেদন করতে পারবেন |

Pradhan Mantri Ujjwala Yojana 2.0

 প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস এর কানেকশন কারা কারা নিতে পারবেন ?

1 . আবেদনকারীর বয়স 18 বছর হতে হবে।  (শুধুমাত্র মহিলা) 

2. একই পরিবারের কোনো OMC থেকে অন্য কোনো LPG সংযোগ থাকা উচিত নয়।

3. প্রাপ্তবয়স্ক মহিলা নিম্নলিখিত যেকোনও শ্রেণীর অন্তর্গত - SC, ST, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), সর্বাধিক অনগ্রসর শ্রেণী (MBC), অন্ত্যোদয় আন্না যোজনা (AAY), চা এবং প্রাক্তন-চা বাগান উপজাতি, বনবাসী, বসবাসকারী লোকেরা দ্বীপ এবং নদী দ্বীপপুঞ্জ, 14-দফা ঘোষণা অনুযায়ী SECC পরিবার (AHL TIN) বা যেকোনো দরিদ্র পরিবারের অধীনে তালিকাভুক্ত।

 প্রয়োজনীয় ডকুমেন্ট

1. আপনার গ্রাহককে জানুন (KYC)

2. পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ হিসাবে আবেদনকারীর আধার কার্ড যদি আবেদনকারী আধারে উল্লিখিত একই ঠিকানায় থাকেন (আসাম এবং মেঘালয়ের জন্য বাধ্যতামূলক নয়)।

3. রাজ্য দ্বারা জারি করা রেশন কার্ড যেখান থেকে আবেদন করা হচ্ছে/ অন্যান্য রাজ্য সরকার। পারিবারিক গঠন প্রত্যয়িত দলিল/পরিশিষ্ট I অনুযায়ী স্ব-ঘোষণা (অভিবাসী আবেদনকারীদের জন্য)

4. সুবিধাভোগী এবং প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের আধার নং নথিতে উপস্থিত। 

5. ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC

6. পরিবারের অবস্থা সমর্থন করার জন্য সম্পূরক কেওয়াইসি।


Apply online Ujjwala Yojana 2.0

 এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে গ্রাহকরা তাদের নিকটবর্তী যে কোন কোম্পানির গ্যাস কানেকশন এর জন্য আবেদন করতে পারবেন | 


KYC STATUS

0 comments: