Sunday, October 2, 2022

আপনার এলাকায় আধার সেন্টার খুলে প্রচুর ইনকাম করুন

  কিভাবে আপনার এলাকায় আধার সেন্টার খুলবেন ?  আপনিও খুলতে পারেন আপনার এলাকায় আধার সংশোধন সেন্টার |


 বর্তমানে আপনি চাইলে খুব সহজেই আপনার এলাকায় আধার সেন্টার খুলতে পারবেন এই আধার সেন্টার থেকে বিভিন্ন রকমের পরিষেবা আপনি আপনার গ্রামবাসীদের দিতে পারবেন |  আপনি যে আধার সেন্টার খুলবেন সেই আধার সেন্টার থেকে শুধুমাত্র সংশোধন অর্থাৎ কারেকশন এর কাজ করতে পারবেন এই আধার সেন্টার থেকে নতুন আধার কার্ড করতে পারবেন না|  অর্থাৎ আপনি যদি আপনার এলাকায় সংশোধন আধার কার্ডের কাজ করতে চান তাহলে আপনি খুব সহজেই সেটা করতে পারবেন |

 আধার সংশোধন সেন্টার থেকে কি কি করা যাবে?

 আধার সংশোধন সেন্টার থেকে আপনি আধার কার্ডের সমস্ত রকম ডেমোগ্রাফিক আপডেট করতে পারবেন |   আপনারা সবাই ভাল করেই জানেন যে আধার কার্ডে দুই রকমের তথ্য থাকে বায়োমেট্রিক তথ্য এবং ডেমোগ্রাফিক তথ্য |   বায়োমেট্রিক তথ্যের মধ্যে থাকে যেমন হাতের আঙ্গুলের ছাপ. মুখের ছবি এবং চোখের মণির ছবি |  ডেমোগ্রাফিক তথ্যের মধ্যে থাকে নাম, জন্মের তারিখ, বাবার নাম, লিঙ্গ এবং ঠিকানা |
 তাহলে আপনারা বুঝতেই পারছেন আধার সংশোধন সেন্টার থেকে আপনারা শুধুমাত্র এই ডেমোগ্রাফিক তথ্যগুলোই সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনি যে আধার সেন্টার নেবেন  সেই সেন্টার থেকে শুধুমাত্র আপনারা আধার কার্ডের নাম, জন্মের তারিখ, বাবার নাম, লিঙ্গ এবং ঠিকানা পরিবর্তন অর্থাৎ সংশোধন করতে পারবেন |


 আধার সংশোধন সেন্টার বা আপডেট সেন্টার খুলতে কোন কোন জিনিস দরকার হয় ?

 নতুন আধার কার্ড করার আধার এনরোলমেন্ট সেন্টার অথবা আধার কার্ড আপডেট করার আধার সংশোধন সেন্টার যেটাই খুলুন না কেন এই সেন্টার খুলতে বেশ কিছু প্রয়োজনীয় সার্টিফিকেট লাগে|  আজকে আমরা কথা বলবো আধার আপডেট সেন্টার অর্থাৎ সংশোধন সেন্টার খুলতে কি কি লাগে ?
  •  যেকোনো ব্যাংকের সিএসপি (CSP) সেন্টার |
  •  আধার সুপারভাইজার /  অপারেটর সার্টিফিকেট |
  •  ল্যাপটপ |
  •  ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার |
  •  আইরিশ স্ক্যানার |
  •  জিপিএস ডিভাইস |

 কিভাবে সম্পূর্ণ ফ্রিতে সিএসপি সেন্টার নেবেন ?

 বর্তমানে আধার সেন্টার খোলার জন্য সবথেকে ভালো সিএসপি হল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক সিএসপি (IPPB) |  এই সিএসপি নেওয়ার জন্য অনলাইন থেকে আবেদন করতে হয় এবং সম্পূর্ণ ফ্রিতে প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে সিএসপি পাওয়া যায় |  ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হলো বা সার্টিফিকেট হল আইআইবিএফ সার্টিফিকেট (IIBF CERTIFICATE ) 


Apply IPPB CSP
Apply IIBF Certificate
Apply Aadhaar Supervisor / Operator Certificate  






1 comment:

  1. Their partnership with Autodesk has been helpful in manufacturing light-weight 3D printed components that would assist the automaker meet its objectives to add alternative-fuel automobiles to its product lineup. Also half of} this identical collaboration, in 2019 both companies showed off 3D-printed seat bracket manufactured from chrome steel and developed with the Autodesk technology. Similarly, Ford’s varied subsidiaries have been showing off their AM chops, most notably the design groups behind the Shelby GT500. This yr, they 3D printed Direct CNC probably the most promising designs for the new new} GT500 in a matter of days, which sped up the advance and testing phases immensely.

    ReplyDelete