Sunday, September 11, 2022

নতুন ভোটার কার্ড না পেলে এই কাজটি করুন আপনার বাড়িতে ভোটার কার্ড চলে আসবে 7 দিনের মধ্যে


 

আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এবং আপনার ভোটার কার্ডটি হয়েও গেছে কিন্তু ভোটার কার্ডটি এখনো আপনি হাতে পাননি এই অবস্থায় কি করবেন কি করলে ভোটার কার্ড আপনার বাড়িতে আসবে |  অনলাইনে হোক বা অফলাইনে ভোটার কার্ড আবেদন করার পর বেশিরভাগ সময় দেখা যায় সেই ভোটার কার্ডটি সময়মতো আমরা হাতে পায় না | 

 

ভোটার কার্ড আবেদন করার পর আপনারা যখন অনলাইন থেকে চেক করেন তখন খুবই সহজে আপনার নাম এবং কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে চেক করে নিতে পারেন যে আপনার ভোটার কার্ড হয়েছে কিনা এবং যদি দেখেন যে আপনার ভোটার কার্ড হয়ে গেছে তার সত্বেও আপনার কাছে কোনো রকমের ভোটার কার্ড এসে পৌঁছায়নি |  এমনকি আপনি আপনার এলাকার বি এল ও এর কাছে জানালেও তিনি বলেন যে কোনো রকমের ভোটার কার্ড তার কাছে নেই এই অবস্থায় আপনারা কি করবেন বা কিভাবে আপনার ফিজিক্যাল ভোটার কার্ডটি হাতে পাবেন জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন |

Important Link
New Account CreateClick Here
Login To ComplainClick Here
Status CheckClick Here
Recent PostClick Here

 ভোটার কার্ড না পাওয়া অথবা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না হওয়া অথবা ভোটার কার্ড সংশোধন করতে দিয়েছেন কিন্তু ভোটার কার্ড সংশোধন না হওয়া অথবা ভোটার কার্ড ডিলিট করতে দিয়েছেন ডিলিট না হওয়া এই জাতীয় বিভিন্ন রকমের সমস্যার সমাধান না হলে আপনারা খুব সহজেই অনলাইন থেকে কমপ্লেইন রাইস করতে পারেন | 

 অনলাইন থেকে কমপ্লেইন রাইস করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে এবং প্রথমে আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একাউন্ট ক্রিয়েট হয়ে গেলে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে লগইন করার পর আপনার প্রয়োজনীয় কমপ্লেইন টি ওয়েব পোর্টাল থেকে নির্দিষ্ট দপ্তরকে জানাতে পারবেন|  অনলাইন থেকে কমপ্লেন রাইস করার ফলে আপনার সমস্যার সমাধান টা খুবই দ্রুত হয়ে যাবে অর্থাত্ আপনারা যদি অনলাইনে কমপ্লেন রাইস করেন তাহলে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান নিমিষেই করতে পারবেন |

0 comments: