Wednesday, January 26, 2022

অনলাইনে বার্ধক্য ভাতার জন্য আবেদন, 2022 সালের নতুন নিয়ম

 অনলাইন থেকে বার্ধক্য ভাতা কিভাবে আবেদন করতে হয় দেখুন |

 


আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার জন্য আবেদন করবেন |যাদের বয়স 60 বছর এর বেশি হয়ে গিয়েছে তারা এখন খুব সহজেই অনলাইন থেকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন |বার্ধক্য ভাতার আবেদন আপনারা চাইলে অফলাইনে আপনার গ্রাম পঞ্চায়েতে ফরম ফিলাপ করে জমা করতে পারেনি |তবে অনলাইনে জমা করতে চাইলে বা অনলাইনে আবেদন করতে চাইলে আর্টিকেলটি সম্পূর্ণ দেখুন |

 

কি কি ডকুমেন্ট লাগবে বার্ধক্য ভাতা আবেদন এর জন্য :

1.আধার কার্ড 

2.ভোটার কার্ড 

3.রেশন কার্ড 

4.ব্যাংকের পাস বই 

5.পাসপোর্ট সাইজ ফটো 

 

কারা আবেদন করতে পারবেন

1.বার্ধক্য ভাতার জন্য আবেদন কারীর বয়স 60 বছর হতে হবে |আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে |তবে মানসিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বয়স 50 বছর হতে হবে |

2.আবেদনকারীর মাসিক আয় 1000  টাকার বেশি হলে হবে না |

3.সরকারের অন্য কোন ভাতা পেয়ে থাকলে এই ভাতার জন্য আবেদন করা যাবে না |

কিভাবে অনলাইন থেকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন :অনলাইন থেকে বার্ধক্য ভাতা আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করতে হবে |সেখানে ক্লিক করার সাথে সাথেই নির্দিষ্ট ওয়েবসাইট খুলে যাবে সেখানে প্রথমে আবেদনকারীকে সাইনআপ এর ওপর ক্লিক করে একটি নতুন একাউন্ট ক্রিয়েট করতে হবে 


Online Old Age Pension Apply

উপরে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে আপনার যাবতীয় ডিটেলস ফিলাপ করে সাইন আপ করে নেবেন সাইনআপ হওয়ার সাথে সাথে আপনারা লগইন করতে পারবেন এবং লগইন করার পর নির্দিষ্ট অপশনে গিয়ে আপনারা বার্ধক্য ভাতার জন্য খুবই সহজে আবেদন করতে পারবেন |আবেদন সম্পন্ন হয়ে গেলে অনলাইন থেকে আপনারা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন |যদি আপনার আবেদনটি একসেপ্ট হয়ে যায় তাহলে আপনার একাউন্টে সরাসরি বার্ধক্য ভাতার টাকা ঢুকতে থাকবে |


 Track Application 






0 comments: