Tuesday, February 18, 2020

বন্ধু প্রকল্প কি ? বন্ধু প্রকল্পের ফলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে ?

পশ্চিমবঙ্গ সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্য বিশেষ একটি প্রকল্প নিয়ে এসেছেন |  এই প্রকল্পটির নাম বন্ধু প্রকল্প |এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন সমাজের পিছিয়ে পড়া গরীব মানুষরা উপকৃত হবেন ঠিক তেমনি সমাজের আদিবাসী শ্রেণীর লোকেরাও এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন | তবে এই প্রকল্পটির প্রধানত পশ্চিমবঙ্গের সমস্ত তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য | এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের তপশিলি জাতি এবং উপজাতিরা সমানভাবে বিভিন্ন রকম সরকারি সুযোগ-সুবিধা পাবেন | বাংলার যে সমস্ত তপশিলি শ্রেণীর বয়স্ক মানুষের আছেন সেই সমস্ত বয়স্ক মানুষদের জন্য এই বিশেষ প্রকল্প আনা হয়েছে | 2020 সালের যে নতুন বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে | 






কারা কারা এই প্রকল্পের আওতায় সরকারি সহায়তা পাবেন

এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত লোকেরা আবেদন করতে পারবেন যারা তপশিলি জাতির মধ্যে পড়েন এবং যাদের বয়স 60 বছরের বেশি অর্থাৎ তপশিলি জাতির 60 বছরের বেশি বয়সের লোকেরা এই প্রকল্পের লাভ নিতে পারবেন | এই প্রকল্পের জন্য তারা আবেদন করতে পারবেন যারা সরকারি অন্যান্য কোন প্রকল্পের মাধ্যমে সাহায্য  পান না |

বন্ধু প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে

পশ্চিমবঙ্গের তপশিলি জাতির 100 ভাগ মানুষকেই বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে দেয়া হবে যারা অন্যান্য সরকারি কোন প্রকল্পের টাকা পান না | এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গ সরকার মনে করছেন যে আনুমানিক 21 লক্ষ তপশিলি জাতি ও মানুষেরা সাহায্য পাবেন |


বন্ধু প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ

বন্ধু প্রকল্পের জন্য এই বছর বাজেটে 2500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে |

কবে থেকে আবেদন শুরু হবে বন্ধু প্রকল্পের জন্য

পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের তপশিলি জাতির বৃদ্ধ মানুষের মার্চ মাসের পর থেকে আবেদন করতে পারবেন | আবেদন প্রক্রিয়া অনলাইন হবে না অফলাইন হবে এখনো ঠিকঠাক বলা যাচ্ছে না |  যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ফরম ফিলাপ করবেন তার জন্য আলাদা আর্টিকেল আপনাদের জন্য লিখে দেওয়া হবে  | যাতে আপনারা খুব সহজে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন |


0 comments: