Friday, February 14, 2020

Instant Pan Card Within 1 Minute || মাত্র 1 মিনিটে পেয়ে যাবেন প্যান কার্ড | লাগবে না কোন টাকা সম্পূর্ণ ফ্রিতে |

কিভাবে পাবেন ইনস্ট্যান্ট প্যান কার্ড
Instant UTI Pan Card




বর্তমান সময়ে প্যান কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস |  সবাই চাই যে সবার কাছে একটা প্যান কার্ড থাকুক |  কারণ এই প্যান কার্ড আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি |  প্যান কার্ড কে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের পরিচয় পত্র হিসাবে ব্যবহার করতে পারি  | তাই সবদিক থেকে বিচার বিবেচনা করলে দেখা যায় যে প্যান কার্ডের গুরুত্ব বর্তমান সময়ে অপরিসীম |  আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মাত্র এক মিনিটের মধ্যে প্যান কার্ড আবেদন করলেই সাথে সাথেই প্যান কার্ডের নাম্বার পেয়ে যাবেন |  সাধারণত প্যান কার্ড আবেদন করার এক মাসের মধ্যে আমরা প্যান কার্ড আমাদের বাড়িতে পাই  | কিন্তু এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো প্যান কার্ড আবেদনের সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি যেখানে আপনারা মাত্র 1 মিনিটে প্যান কার্ডের নাম্বার পেয়ে যাবেন | 

এবং এই প্যান কার্ড বানাতে আমাদের খরচ হয় 100 টাকা থেকে 200  টাকা পর্যন্ত |  এখন থেকে আপনারা প্যান কার্ড বানাতে পারবেন মাত্র 10  মিনিটের মধ্যে এবং এই প্যান কার্ড বানানোর প্রক্রিয়াটি চালু করেছে ইউটিআই ( UTI) প্যান কার্ড কোম্পানি |  আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মাত্র 10 মিনিটের মধ্যে প্যান কার্ড পেতে চান তারা কিভাবে এই তাৎক্ষণিক বা তৎকাল প্যান কার্ডের জন্য কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন এবং এই প্যান কার্ড বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এটাও আমরা আলোচনা করব | এমন অনেক মানুষ আছেন যাদের প্যান কার্ড খুবই জরুরী এবং তাদের হাতে প্যান কার্ড নেই তারা চান যে তাৎক্ষণিক একটা প্যান কার্ড পেতে |  তাদের জন্যই এই সুবিধাটি |  এই সুবিধা লাভ ভারতের প্রত্যেকটা মানুষ পাবেন | 




কি কি ডকুমেন্টস লাগবে তৎকাল প্যান কার্ড বানানোর জন্য

এই তৎকাল প্যান কার্ড বানানোর জন্য কোন ডকুমেন্টস এর প্রয়োজন নেই |শুধুমাত্র আপনার কাছে একটা আধার কার্ড থাকলেই আপনি এই তৎকাল প্যান কার্ডের সুবিধা পেতে পারেন | তবে এই ইনস্ট্যান্ট প্যান কার্ড সবাই আবেদন করতে পারবেন না কারণ এই ইনস্ট্যান্ট প্যান কার্ড পেতে হলে বা এই প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার আধার কার্ডের সঙ্গে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে কারণ আপনি যখন ইনস্টান প্যান কার্ডের জন্য অনলাইনে এপ্লাই করবেন বা আবেদন করবেন তখন একটা ওটিপি নাম্বার আপনার আধার রেজিস্টার মোবাইল ফোনে পাঠানো হবে এবং সেই ওটিপি নাম্বার টি ভেরিফাই করার পরেই আপনার পেন কার্ড তৈরি হবে | 


কোন কোন জায়গায় এই ইনস্ট্যান্ট প্যান কার্ড প্যান কার্ড ব্যবহার করা যাবে বা এই তৎকাল প্যান কার্ড এর গুরুত্ব কতটা

এই ইনস্ট্যান্ট প্যান কার্ডের মূল্য আপনার ঠিক ফিজিক্যাল প্যানকার্ডের মূল্যের সমান অর্থাৎ এই দুই প্যানকার্ডের ভ্যালু একই অর্থাৎ এই প্যান কার্ডের মূল্য আপনার ফিজিক্যাল মূল্যের সমান তবে এই প্যান কার্ড আবেদন করলে আপনারা কোন রকম ফিজিকাল প্যান কার্ড আপনাদের বাড়িতে পাবেন না এটি শুধুমাত্র সফট কপি হিসেবে আপনারা আপনাদের মোবাইল ফোনে বা কম্পিউটার এ রাখতে পারবেন |  শুধুমাত্র আপনারা অনলাইন থেকে E-Pan Card পাবেন  | এই E-Pan 
কার্ডের ভ্যালু ,ফিজিক্যাল প্যান কার্ডের ভ্যালু সমান অর্থাৎ আপনাদের বাড়িতে পোষ্টের মাধ্যমে যে প্যান কার্ড আসে সেই প্যান কার্ডের গুরুত্ব যতটা তৎকাল প্যান কার্ডের গুরুত্ব ঠিক ততটাই |  আপনারা নিঃসন্দেহে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন কোন রকম সমস্যা আপনার হবে না | 
ইনস্ট্যান্ট প্যান কার্ডের কিছু সুযোগ-সুবিধা

1. এই ইনস্ট্যান্ট প্যান কার্ডের মাধ্যমে প্যান কার্ড করলে আপনাকে কোনরকম ডকুমেন্ট অফিসে পাঠাতে হবে না |  সম্পূর্ণ ডকুমেন্টস ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন |

2.এই ইনস্ট্যান্ট প্যান কার্ড বানানোর জন্য কোন রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই প্যান কার্ড বানাতে পারবেন |


3.এই ইন্সটল প্যান কার্ডের জন্য আপনাকে অনেকদিন ধরে আপনার বাড়িতে অপেক্ষা করতে হবে না কারণ এই প্যান কার্ডের জন্য আবেদন করলে সাথে সাথে আপনারা প্যান কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং প্যান কার্ডের সাথে সাথে পেয়ে যাবেন |  আবেদন করার 10 মিনিটের মধ্যে আপনারা প্যান কার্ড পেয়ে যাবেন |

কিভাবে আবেদন করবেন

এই ইনস্ট্যান্ট প্যান কার্ড আবেদন করতে হলে আপনাকে চলে যেতে হবে e-FILLING  ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি আপনারা সেই লিংকে ক্লিক করলেই ডাইরেক্ট চলে যাবেন ইনস্ট্যান্ট প্যান কার্ড আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইটে
উপরে দেওয়া লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নিচের দেওয়া ছবির মত একটা ওয়েবসাইট খুলে যাবে  | এখান থেকে ডানদিকে Instant pan through aadhaar ওপর ক্লিক করতে হবে | 


এরপর আপনার কাছে ইনস্ট্যান্ট প্যান কার্ড আবেদন করার ওয়েবসাইট খুলে যাবে | এরপর এখান থেকে GET NEW PAN  কার্ডের উপর ক্লিক করতে হবে | ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম টা খুলে যাবে |


এরপর আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে সাবমিট করতে হবে |  এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে |  ওটিপি ভেরিফিকেশন করার পর সমস্ত ডিটেইলস Fill করে ফাইনাল সাবমিট করতে হবে | ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটা 15 সংখ্যার একনলেজমেন্ট নাম্বার চলে আসবে |  সেই নাম্বারটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার PAN CARD আপনি ডাউনলোড করতে পারবেন 10 মিনিটের মধ্যে | 



ইনস্ট্যান্ট প্যান কার্ড ডাউনলোড করার জন্য এবং স্ট্যাটাস চেক করার জন্য নিচের ওয়েবসাইট থেকে চেক করুন |

ইনস্ট্যান্ট প্যান্ট ডাউনলোড স্ট্যাটাস চেক: https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/ePANStatus.html?lang=eng

0 comments: