Monday, February 24, 2020

How To Open '0' Balance Account Online || অনলাইন থেকে জিরো ব্যালেন্স এর একাউন্ট কিভাবে খুলবেন ?

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনার বাড়িতে বসে আপনার আধার কার্ডের মাধ্যমে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলবেন |  যদি আপনার কাছে আধার কার্ড থাকে এবং সেই আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা খুবই সহজে অনলাইনে বাড়িতে বসেই একটা সেভিংস একাউন্ট এর জন্য আবেদন করতে পারবেন | বর্তমানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে | বর্তমান সময়ে আপনি যদি একটা সেভিংস একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে যেকোনো ব্রাঞ্চে যেতে হয় এবং সেখানে যাওয়ার পর অফলাইনে আবেদন করতে হয় এবং আপনার আবেদনের সাথে সাথে বিভিন্ন রকম ডকুমেন্টস জমা করতে হয় যেমন ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি | এবং তারপর সেটা যদি Aprove হয়,  তবেই 15 থেকে একমাস পর আপনার অ্যাকাউন্ট ওপেন হয় | সবার পক্ষে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে একাউন্ট ওপেন করা সহজ নয় | তাই আপনার কাছে যদি একটা আধার কার্ড এবং একটি প্যান কার্ড থাকে তাহলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমেই একটি সেভিংস  একাউন্ট খুলতে পারবেন | আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে kotak mahindra bank ব্যাংকের kotak 811 সেভিংস একাউন্ট খুলবেন অনলাইন থেকে |





 kotak 811 সেভিংস একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগবে
1. Aadhaar Card
2. Pan Card
3. Computer/Smart Phone

কি কি পাওয়া যাবে এই  kotak 811 সেভিংস একাউন্ট থেকে
1. ATM Card
2. Cheque Book

Annual Fees 

 ATM Card Type and fee: এই kotak 811 সেভিংস একাউন্টের মাধ্যমে আপনারা Classic Debit Card পাবেন যার জন্য আপনাকে চার্জ করা হবে 199 টাকা | 

Cheque Book: এই  kotak 811 এই অ্যাকাউন্ট যদি আপনি খুলেন তাহলে এই একাউন্টের সাথে আপনি একটি চেক বুক পাবেন তবে এই চেকবুক টি নেওয়ার জন্য আপনাকে অনলাইনে এপ্লাই করতে হবে অর্থাৎ অনলাইনে নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন করলেই আপনারা চেকবুক পেয়ে যাবেন | কিন্তু এই চেকবুক টি ফ্রী নয় |  এই চেকবুক টি নেওয়ার জন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে


কিভাবে আবেদন করবেন
এই একাউন্টের জন্য আবেদন করা একদম সহজ  | আপনি যদি আবেদন করতে চান এই একাউন্টের জন্য তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে |  এই একাউন্ট এর জন্য কোন ব্যাংকের ব্রাঞ্চ এ যেতে হবে না |  শুধুমাত্র অনলাইনে এই একাউন্ট খোলা যায়| অনলাইনে আবেদন করার জন্য আপনার কাছে আধার কার্ড এবং প্যান কার্ড থাকতে হবে |অনলাইনে আবেদন করার জন্য নিচের দেওয়া ওয়েবসাইটে আপনাকে প্রথমে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে তারপর ওটিপি ভেরিফিকেশন হবে ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর আপনার সম্পূর্ণ ডিটেইলস দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথেই আপনি আপনার একাউন্ট নাম্বার পেয়ে যাবেন |

Apply here : https://www.kotak.com/811-savingsaccount-ZeroBalanceAccount/811/ahome2.action




1 comment: