Saturday, September 9, 2023

আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট লক/আনলক কিভাবে করতে হয় দেখে নিন |

 বর্তমানে প্রায় আমাদের সকলের কাছেই আধার কার্ড রয়েছে আধার কার্ড কে একদিক থেকে যেমন আমরা পরিচয় পত্র হিসাবে ব্যবহার করি, অন্যদিকে বয়সের প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবেও আধার কার্ড আমরা ব্যবহার করে থাকি ।

আবার এই আধার কার্ড ব্যাংক একাউন্টের সাথে লিংক করে ও বিভিন্ন সুবিধা আমরা পেয়ে থাকি ।যেমন বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি আধার কার্ডের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে ।সাধারণ গ্রামের মানুষরা এই আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে AEPS  (আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের) মাধ্যমে ব্যালেন্স চেক করা থেকে শুরু করে টাকা তোলা ইত্যাদি করে থাকেন |


আর এই আধার এনাবেল পেমেন্ট সিস্টেমকেই হাতিয়ার করে হ্যাকাররা গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা নিমিষেই খালি করে দিচ্ছে ।এতে সাধারণ মানুষ থেকে শুরু করে সাইবার ক্যাফের মালিকরা খুবই উদ্বিগ্নের মধ্যে রয়েছেন ।


বিভিন্ন অসাধু কোম্পানি বেশি কমিশন দেওয়ার নামে এই AEPS  আইডি বিভিন্ন সাইবার ক্যাফে বা দোকানদারদেরকে দিয়ে দিচ্ছে এবং সেই সমস্ত আইডি ব্যবহার করে যখন সেই দোকানদাররা গ্রাহকদের আধার কার্ডের মাধ্যমে ট্রানজেকশন করছেন তখনই গ্রাহকদের আঙ্গুলের ছাপ সেই সমস্ত অসাধু কোম্পানিগুলো জমা করে রাখছে । পরবর্তী সময়ে এই আঙ্গুলের ছাপের ডুব্লিকেট করেই হ্যাকাররা গ্রাহকদের একাউন্ট থেকে টাকা সাফ করে দিচ্ছে |


তাই গ্রাহকরা চাইলেই এই সমস্ত ফ্রডের হাত থেকে বাঁচতে পারবেন এর জন্য সবার প্রথমে দরকার গ্রাহকদের আধার অথেনটিকেশনটা বন্ধ করা অর্থাৎ গ্রাহকের আঙুলের ছাপ যদি কেউ ডুপ্লিকেট করে টাকা তোলার চেষ্টা করে তাহলে কোন মতেই সে আঙ্গুলের ছাপ আধার সার্ভারে এপ্রুভ করবে না 


অর্থাৎ সোজা কথায় বলতে গেলে গ্রাহকরা যেকোনো সময় তাদের আঙ্গুলের ছাপকে বন্ধ করে রাখতে পারবে এবং যেকোনো সময় আবার খুলে রাখতে পারবে এই কাজটি করা যাবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং মাই আধার নামক মোবাইল অ্যাপসের মাধ্যমে । নিচে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক দেয়া হলো |


আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট লক আনলক করার জন্য এখানে ক্লিক করুন


0 comments: