Sunday, November 27, 2022

How To Find Ration card no Online West Bengal 2023


  

বর্তমানে প্রায় আমাদের সবার কাছেই রেশন কার্ড রয়েছেন | এই রেশন কার্ড বর্তমানে ডিজিটাল রেশন কার্ড নামেও পরিচিত আবার এটাকে আমরা খাদ্য সাথী কার্ড নামেও জানি | এই রেশন কার্ডের সাহায্যে বর্তমানে বিনামূল্যে রেশন মাল পাওয়া যাচ্ছে |

শুধুমাত্র বিনামূল্যে রেশন কার্ড পাওয়াই নয় রেশন কার্ড থাকলে একাধিক সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য রেশন কার্ডের দরকার হয় | বর্তমানে রেশন কার্ড থেকে একাধিক সুবিধা পাওয়া যায় | যেহেতু এটি একটি ডিজিটাল রেশন কার্ড তাই রেশন কার্ড এর যাবতীয় তথ্য আমরা অনলাইনে থেকেও পেতে পারি | যেমন ধরুন আপনার রেশন কার্ডে ভুল রয়েছে তো রেশন কার্ডটি আপনি অনলাইন থেকে খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন | আবার ধরুন আপনার রেশন কার্ডটি হারিয়ে গেল আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনার রেশন কার্ডের নাম্বারটিও বের করতে পারবেন |

রেশন কার্ড হারিয়ে গেলে বাড়িতে নতুন আরেকটা রেশন কার্ড পাওয়ার জন্য ডুবলিকেট রেশন কার্ডের আবেদন অনলাইন থেকেই করা যাবে | আজকে আপনাদেরকে দেখানো হবে ধরুন আপনি আপনার রেশন কার্ডটি হারিয়ে ফেলেছেন আপনার কাছে রেশন কার্ডের নাম্বার ও মনে নেই এই অবস্থায় আপনি কিভাবে রেশন কার্ডের নাম্বারটি বের করবেন সেটাই দেখানো হবে | অনলাইন থেকে রেশন কার্ড নাম্বার বের করার জন্য নিচের ধাপ গুলি ফলো করুন |

 প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করুন তাহলে আপনার কাছে রেশন নাম্বার অনলাইনে খোঁজার অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে |

Find Your Ration Card No Online

 এরপর আপনার কাছে অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে এখান থেকে আপনার জেলাটি আপনাকে সিলেক্ট করতে হবে এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার লিস্ট আপনারা পেয়ে যাবেন |  জেলা স্ট্রেট করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পরবর্তী পেজ খুলবে এবং সেখান থেকে আপনাকে আপনার বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস সিলেক্ট করতে হবে |  আপনি যখনই ব্লগ সিলেক্ট করবেন এরপর সেই ব্লকের মধ্যে যতগুলো রেশন ডিলার রয়েছেন তাদের সবার নাম চলে আসবে এরপর এখান থেকে আপনাকে আপনার ডিলারের নামের উপর ক্লিক করতে হবে |  এরপর আপনার কাছে সেই ডিলারের মধ্যে যতগুলো রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে এখান থেকেই আপনার রেশন কার্ডের নাম্বারটি আপনি খুঁজে নিতে পারবেন |

0 comments: