Sunday, March 21, 2021

অনলাইনে লেবার কার্ড এর জন্য আবেদন, How to apply for labour card online ?




 How to apply for labour card online ?


আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখানো হবে যে আপনারা কিভাবে অনলাইন থেকে লেবার কার্ড এর জন্য আবেদন করবেন |সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দারা অনলাইনের মাধ্যমেই লেবার কার্ড এর জন্য আবেদন করতে পারেন |যদি আপনার কাছে লেবার কার্ড থাকে তাহলে আপনারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পেয়ে থাকবেন |


লেবার কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যায় :লেবার কার্ড থেকে বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা পাওয়া যায় যেমন প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা |এক্সিডেন্টাল বা স্বাভাবিক মৃত্যুতেও পাওয়া যায় এককালীন টাকা |লেবার কার্ড থেকে যে সুবিধাগুলো পাওয়া যায় তার লিস্ট নিচে দেওয়া হল |




কি কি ডকুমেন্ট লাগবে লেবার কার্ড আবেদন করার জন্য :
1.আধার কার্ড 

2.ভোটার কার্ড 

3.রেশন কার্ড 

4.ব্যাংকের পাস 

5.পাসপোর্ট সাইজ ফটো 

6.টিপসই অথবা সিগনেচার 


কিভাবে লেবার কার্ড এর জন্য অনলাইনে আবেদন করবেন ?

লেবার কার্ড এর জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করে একটা একাউন্ট বানাতে হবে |অ্যাকাউন্ট বানানোর সাথে সাথেই আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনাকে লগইন করতে হবে |


Registration For New User


Apply For Labour Card


আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার সাথে সাথে আপনার কাছে পশ্চিমবঙ্গের E-District ওয়েবসাইটটি খুলে যাবে |এবং সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই ফর লেবার কার্ড অপশন এ ক্লিক করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে 

27 No Form Download



25 comments:

  1. মনিরুল মোল্লা

    ReplyDelete
  2. Azijul Sekh 8583892267.. azijul sekh@gmail.com

    ReplyDelete