Sunday, March 14, 2021

আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল কিভাবে লিংক করবেন ?


 

আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল কিভাবে লিংক করবেন ?

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিংক করার নেই| আমরা অনেকেই চাই যে আমাদের আঁধারের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিংক করতে |

কারণ আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লিংক করা থাকে তাহলে অনেক কিছুই আমরা অনলাইন থেকেই করতে পারি |আর যদি আমাদের আঁধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আমরা অনেক কিছুই অনলাইনের মাধ্যমে করতে পারিনা |উদাহরণ হিসেবে বলতে পারি যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা অনলাইন থেকেই আধার কার্ডের এড্রেস বা ঠিকানা সংশোধন করতে পারবেন বাড়িতে বসেই |এছাড়া বিভিন্ন কেওয়াইসি কাজটিও আপনি বাড়িতে বসেই করতে পারবেন |যেমন আপনি যদি সিএসসি বা কমন সার্ভিস সেন্টার নিতে চান সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি যুক্ত থাকা বাধ্যতামূলক যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল যুক্ত থাকে তবে আপনি সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের জন্য আবেদন করতে পারেন |এরকমই অনেক পোর্টাল রয়েছে যেখানে আঁধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক |তাই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যাদের এখনও পর্যন্ত লিঙ্ক করার নেই তারা খুব সহজেই লিঙ্ক করতে পারবেন |বর্তমানে অনলাইন থেকে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার বা ইমেইল আইডি লিংক করতে পারবেন না |তবে আপনারা অনলাইন থেকে আধার কার্ড এর যাবতীয় সংশোধন বা মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিংক করার অ্যাপয়নমেন্ট বুক করতে পারবেন |

অর্থাৎ আপনাকে প্রথমে অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট বুক করার পর নির্দিষ্ট সেন্টার সিলেক্ট করতে হবে এবং সেই সেন্টারে গিয়ে আপনার যাবতীয় কাজগুলো আপনি করতে পারবেন |

নিচের দেওয়া লিংক থেকে আপনারা খুব সহজেই অনলাইন থেকে অ্যাপোয়েন্টমেন্ট বুক করতে পারবেন |


Online Aadhaar Appointment Booking


অনলাইন থেকে যদি এপোয়েন্টমেন বুক করার সেন্টারে সিট খালি না পান অথবা সিট বুকিং করতে অসুবিধা হয় তাহলে আপনারা সরাসরি সেই আঁধার সেন্টারে গিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন |


0 comments: