Tuesday, January 5, 2021

ট্রেনের তৎকাল টিকিট কিভাবে অনলাইন থেকে বুক করতে হয় দেখুন

 ট্রেনের তৎকাল টিকিট কিভাবে অনলাইন থেকে বুক করতে হয় দেখুন




ভারতবর্ষে পরিবহনের অন্যতম একটি মাধ্যম হলো ট্রেন  |ট্রেনে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই পৌঁছানো যায়  |ট্রেনে যাত্রার জন্য দরকার হয় একটা কনফার্ম টিকিট |অনেক সময় হঠাৎ করেই কোন একটি জায়গাতে আমাদের যাওয়ার প্রয়োজন হয় |সেই সময় কনফার্ম টিকিট অ্যাভেলেবল থাকে না |ফলে আমাদেরকে তৎকাল টিকিট করতে হয় |কিন্তু তৎকাল টিকিট পাওয়া খুবই কঠিন ব্যাপার |দিনের-পর-দিন স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়েও তৎকাল টিকিট পাওয়া যায় না |আপনারা নিজেরা অনেকবার অনলাইন থেকে চেষ্টা করেছেন ট্রেনে তৎকাল টিকিট বুক করা কিন্তু পারেননি| আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইন থেকে সঠিক উপায়ে ট্রেনে তৎকাল টিকিট বুক করতে পারবেন| আপনারা যখন অনলাইন থেকে ট্রেনের টিকিট বুক করতে যান বিশেষ করে তৎকাল টিকিট সে ক্ষেত্রে দেখা যায় এক থেকে দুই মিনিটের মধ্যেই সমস্ত তৎকাল টিকিট শেষ হয়ে যায় এর ফলে আপনাদের আর টিকিট বুক করা হয় না |আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার আগেও বিভিন্ন এজেন্টরা টিকেট গুলোকে বুক করে নেয় |


তৎকাল টিকিট বুক করার জন্য কি কি প্রয়োজন ?

  • ট্রেনের তৎকাল টিকিট বুক করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট |

  • মোবাইল ফোন বা কম্পিউটার 

  • কম্পিউটারের জন্য অটো সেভ এক্সটেনশন 

  • রেলের পার্সোনাল আইডি 


রেলের পার্সোনাল আইডি কিভাবে বানাবেন ?


APPLY FOR IRCTC PERSONAL ID


উপরের জিনিসগুলো থাকলেই খুবই সহজে আপনারা বাড়িতে বসেই তৎকাল টিকিট বুক করতে পারবেন |তবে যে সমস্ত রুটের ট্রেনগুলোতে খুবই চাপ থাকে সে ক্ষেত্রে সাধারণ বা নরমাল ইন্টারনেট কানেকশন থেকে তৎকাল টিকিট পাওয়াটা বেশ মুশকিল |তাহলে আপনারা প্রশ্ন করবেন অন্যরা কিভাবে হেভি রুটের টিকিটগুলো বানায় ? অনেকেই আপনারা জানেন না যারা এজেন্ট থাকে এবং বিভিন্ন রুটের তৎকাল টিকিট বানিয়ে ফেলেন তারা বিভিন্ন রকম ইললিগ্যাল বা বেআইনি সফটওয়্যার ব্যবহার করেন  |এই ইল্লিগাল বা বেআইনি সফটওয়্যার গুলো ব্যবহার করেই তারা খুবই সহজে 15 থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে তৎকাল টিকিট বুক করে ফেলেন  |বিভিন্ন রকম ইল্লিগ্যাল' বা বেআইনি সফটওয়্যার গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো |


  • RED MIRCHI

  • BLACK TS

  • ANMS

  • HP 

  • MAC

  • CYCLE

ইললিগ্যাল সফটওয়্যার গুলো ব্যবহার করে হাজার হাজার এজেন্টরা হাজার হাজার টিকিট নিমিষের মধ্যে বুক করে ফেলেন এর ফলে আপনারা সঠিক উপায়ে টিকিট বুক করতে গিয়ে আর এভেলেবেল টিকিট পান না |





বিভিন্ন রকম বৈধ এক্সটেনশন বা অটো সেভ যেগুলো আপনারা ব্যবহার করে তৎকাল টিকিট বুক করার সময় টাইম অনেক চাই বাঁচাতে পারবেন এবং আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যায় বেশি হয়ে যায় |


IRCTC Tatkal Autofill   Download

Nexgen  Download 

MakkhiChoose  Download 


1 comment:

  1. Asia Gaming are one other on-line on line casino reside video games provider that is based in an Asian country – the Philippines! They too are an ‘all games provider’ in that they provide RNG-based video games, slots and instant win video games, however most on-line casinos within the Philippines cope with Asia Gaming for the reside tables. This firm is quantity one} name when it comes to 온라인 카지노 of|in relation to} reside casinos tables too.

    ReplyDelete