Wednesday, January 6, 2021

অনলাইনে ট্রাফিক ফাইন পেমেন্ট করা শিখুন এবং কোন কোন কেসের জন্য কত টাকা ফাইন হয় দেখুন



 আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা অনলাইন থেকে কিভাবে ট্রাফিক ফাইন পেমেন্ট করবেন |বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের মোটরসাইকেল বা চার চাকার  গাড়ির  ট্রাফিক ফাইন হয়ে থাকে | আপনার কাছে যদি কোন টাকা না থাকে আপনি চাইলে সেই ট্রাফিক ফাইন টিকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন | অনলাইন থেকে সব ধরনের ট্রাফিক ফাইন পেমেন্ট করা যায় |  পশ্চিমবঙ্গে সমস্ত জেলার বাসিন্দা অনলাইন থেকে ট্রাফিক  ফাইন  পেমেন্ট করতে পারবেন |


অনলাইন থেকেই ট্রাফিক ফাইন পেমেন্ট করার জন্য আপনার কাছে ট্রাফিক চালান থাকতে হবে |অর্থাৎ আপনার গাড়ির যখন ট্রাফিক ফাইন করা হয় তখন একটা আপনাকে রশিদ দেয়া হয় সেটা থাকলেই আপনি খুবই সহজে ট্রাফিক ফাইন অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন |

 West bengal Traffic Police Official Website 

কিভাবে অনলাইন থেকে ট্রাফিক ফাইন পেমেন্ট করবেন ?

  • প্রথমে উপরের দেওয়া ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে |

  • এরপর হোমপেজে পে অনলাইন অপশন দেখতে পাবেন |আপনি কি পে অনলাইন এর উপর ক্লিক করতে হবে |

  • পে অনলাইন এর ওপর ক্লিক করার সাথে সাথেই একটা ফ্রম খুলে যাবে এই ফ্রম চাই আপনার সম্পূর্ণ তথ্য ফিলাপ করতে হবে |

  •  সমস্ত ডিটেইলস সঠিকভাবে ফিলাপ করার পর প্লে বাটনে ক্লিক করতে হবে 

  • এরপর পেমেন্টের পেজ আসবে সেখান থেকে আপনি পেমেন্ট করলেই আপনার ট্রাফিক ফাইন পেমেন্ট হয়ে যাবে এবং একটা পেমেন্ট রিসিপট নি পেয়ে যাবেন |

কোন কোন কেস-এর জন্য কত টাকা ফাইন করা হয় সেটা যদি জানতে চান তাহলে নিচের লিস্টটি ডাউনলোড করুন  |আমরা অনেকেই জানি না যে কোন কেস-এর জন্য কত টাকা ফাইন করা হয় |যেমন ড্রাইভিং লাইসেন্স না থাকলে কত টাকা ট্রাফিক ফাইন করা হয় অথবা হেলমেট না থাকলে কত টাকা ট্রাফিক ফাইন করা যায় |

নিচের দেওয়া লিংক থেকে এখনি ডাউনলোড করে নিন কোন কোন কেসের জন্য কত টাকা ফাইন হয় দেখুন

       Download Now 




0 comments: