Saturday, December 12, 2020

কাস্ট সার্টিফিকেট (OBC/ST/SC) আবেদন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে দেখুন কি কি ডকুমেন্টস লাগবে


 


দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকমের সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় ক্যাম্প এর মাধ্যমে | বিভিন্ন রকম সরকারি পরিষেবার মধ্যে উল্লেখযোগ্য একটি পরিষেবা হলো কাস্ট সার্টিফিকেট |দুয়ারের সরকার ক্যাম্প এর সাহায্যে আপনারা খুব সহজেই কাস্ট সার্টিফিকেট এর আবেদন পত্র জমা দিতে পারবেন |কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কাউন্টার রয়েছে সেখানে গিয়ে আবেদন পত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিলেই আপনার কাজ সার্টিফিকেটটি হয়ে যাবে | দুয়ারের সরকার প্রকল্পের ক্যাম্পে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন পত্র জমা দিলে আপনার কাছে সার্টিফিকেটটি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে |

কাস্ট সার্টিফিকেট এর জন্য কিভাবে আবেদন করতে হবে ?

               কাস্ট সার্টিফিকেট এর জন্য আপনারা অনলাইন থেকে ফরম ফিলাপ করতে পারেন |  অনলাইনে ফরম ফিলাপ করার পর সেই ফর্মটা প্রিন্ট আউট করে প্রয়োজনীয় জায়গায় ছবি এবং সিগনেচার করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে |

অনলাইনে কাস্ট সার্টিফিকেটের আবেদন  Apply Here

কাস্ট সার্টিফিকেট আবেদন এর স্ট্যাটাস  Check Status


কি কি ডকুমেন্টস লাগবে কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য ?

1.   Online Obc form

2.   Aadhaar Card

3.   Voter Card

4.   Ration Card

5.   Qualification  Certificate

6.   Resident Certificate

7.   2 Passport Size Photo ( Back Side Attested of GP Prodhan )

8.   Father Voter Card

9.   Father Aadhaar card

10. Father Income Certificate

11. Family Voter List

12. Mother Voter Card

13. Mother Ration Card

14. Father Ration Card

15. Father Deed Copy

16.  Lineage List

17.  Rent Receipt

18. Relative Cast Certificate

19. Witness

20. Declaration Form ( If Any Name spelling Mismatch )



20 comments:

  1. Can I make O.B.C.certificate of my dauther whose age is now 7 year 4 month???

    ReplyDelete
    Replies
    1. আমি নিজের নামে করবো sc certificate করবো আমার বয়স ১৫+ এই বছর ১৬ হবে আমি কি করতে পারবো ।
      প্লিস জানান

      Delete
  2. আমার মেয়ের দু বছর 5 মাস বয়সে ওবিসি কার্ড হবে

    ReplyDelete
  3. How to renew cast certificate? What document need? Is bdo's income certi need.where I give the documents? Bdo office or revenu office or sdo

    ReplyDelete
  4. Relative cast certificate না থাকলে কি হবে

    ReplyDelete
  5. কারো কাছে বংশ তালিকার PDF থাকলে সেন্ড করবেন এই ইমেইল এ: hasanraja1934@gmail.com

    ReplyDelete
  6. Relatives cast certificate nei hobe ki??

    ReplyDelete
  7. যদি স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে আমি কি করতে পারি

    ReplyDelete
  8. আমার বাবা মৃত এবং মা বাড়ির কাজ করে আমি কার নামে ইনকাম সারটিফিকেট নেব

    ReplyDelete
  9. আমার বংশের কেউ ওবিসিনেই কিকব

    ReplyDelete
  10. আমি obc করবো।আমার বাড়ির বা আত্মীয় কারোর নেই।আমি কী আবেদন করতে পারবো।যদি হয় তাহলে কী করতে হবে।

    ReplyDelete
  11. বাচ্ছার বাবা না থাকলে মায়ের কাগজ পত্র হবে

    ReplyDelete
  12. দুয়ারে সরকারের মাধ্যযমে আমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হয়ে গেছে। কিন্তু কোথায় আছে এবং কোথা থেকে নেব, কেউ বলছে না। খাদ্যভবন, করপোরেশন অফিসের দুয়ারে বার বার ঘুরেও কেউ সঠিক বলছে না।

    ReplyDelete