Wednesday, December 9, 2020

পরিবারের বাদপড়া সদস্যদের ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার ফরম নম্বর 4 ফিলাপ করার সম্পূর্ণ নতুন পদ্ধতি |

পরিবারের বাদপড়া সদস্যদের খাদ্য সাথী কার্ড এর নাম তোলার জন্য 4 নম্বর ফর্ম কিভাবে ফিলাপ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন  ? 



পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং পৌরসভা এলাকা তে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে  |দুয়ারের সরকার প্রকল্প শুরু হয়েছে পয়লা ডিসেম্বর এবং চলবে 31 জানুয়ারি 2021 পর্যন্ত |এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকমের সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে  |সরকারি পরিষেবার জন্য এখন সাধারণ মানুষকে আর কোন সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই |সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় বিভিন্ন রকম সরকারি পরিষেবা এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকবেন |দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকা তে বিভিন্ন তারিখ অনুযায়ী বসানো হবে |এই ক্যাম্পের মাধ্যমে সমস্ত রকমের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হবে |দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কাজ গুলি করা হবে সেগুলোর বিবরণ নিচে দেয়া হল |

CAMP SCHEDULE Download


খাদ্যসাথী( ডিজিটাল রেশন কার্ড )

স্বাস্থ্য সাথী 

জয় জোহার 

কৃষক বন্ধু 

কন্যাশ্রী

রুপশ্রী 

ঐক্যশ্রী 

জব কার্ড 

বার্ধক্য ভাতা 


ইত্যাদি সহ বিভিন্ন রকমের সরকারি পরিষেবা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ পাবেন |

আপনার এলাকায় কোন কোন তারিখে দুয়ারের সরকার প্রকল্প বসবে নিচের লিংকে ক্লিক করে দেখে নিন |

উপরোক্ত সমস্ত পরিষেবার মধ্যে উল্লেখযোগ্য হলো খাদ্যসাথী বা খাদ্য সুরক্ষার কার্ড |এই খাদ্য সাথী কার্ড এর সমস্ত রকম পরিষেবা আপনারা এই প্রকল্পের মাধ্যমে ক্যাম্প এর মাধ্যমে পাবেন |আজকে আমি আপনাদেরকে দেখাব যে বাদ পড়া পরিবারের সদস্যদের নাম তোলার জন্য ফরম নম্বর 4 আপনারা কিভাবে ফিলাপ করবেন |ফিলাপ করার সম্পূর্ণ ভিডিওর লিংক নিচে দেয়া হলো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন |
ফরম নম্বর 4 নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন |

 

Download Form No 4


0 comments: