Wednesday, December 16, 2020

অনলাইনে ভোটার কার্ড সংশোধন কিভাবে করবেন এবং সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে |

 



ভোটার কার্ড ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচয় পত্র |প্রতিটি ভারতবাসীর কাছে ভোটার কার্ড নিশ্চয়ই রয়েছে |যে সমস্ত নাগরিকদের বয়স 18 বছর তাঁরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন |ভোটার কার্ড থাকলে ভোট দান করতে পারবেন | পাশাপাশি বিভিন্ন রকম সরকারি পরিষেবা পেয়ে থাকবেন |পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের বেশিরভাগ মানুষেরই ভোটার কার্ডে রয়েছে বিভিন্ন রকম ভুল ত্রুটি  |এই ধরুন কারো ভোটার কার্ডের ঠিকানা ভুল রয়েছে, আবার ধরুন কারো ভোটার কার্ডে নাম ভুল রয়েছে, কারো আবার বাবার নাম ভুল রয়েছে ,কারো আবার জন্মের তারিখ ইত্যাদি ভুল রয়েছে |এই সমস্ত ভুলগুলোকে সংশোধন করার রাস্তা রয়েছে |অর্থাৎ আপনি চাইলেই খুবই সহজে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে আপনার ভোটার কার্ডের যে জায়গাতে ভুল রয়েছে সেটিকে আপনি সংশোধন করতে পারবেন |


কিভাবে ভোটার কার্ড সংশোধন করব ?

ভোটার কার্ড দুই ভাবে সংশোধন করা যায় |অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন |বর্তমানে অনলাইনে ভোটার কার্ড সংশোধনের ব্যবস্থা রয়েছে |আপনারা চাইলে খুব সহজেই অনলাইন থেকে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন |অনলাইন থেকে ভোটার কার্ড সংশোধন করার সবথেকে ভালো একটা দিক হচ্ছে আপনাকে কোথাও হেয়ারিং এর জন্য যাওয়ার প্রয়োজন হয় না |

অনলাইন থেকে ভোটার কার্ড সংশোধন কিভাবে করা যায় ?


অনলাইন থেকে ভোটার কার্ড সংশোধন করার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয় |রেজিস্ট্রেশন হয়ে গেলে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ভোটার পোর্টাল লগইন করতে হয় |লগইন করার পর কারেকশন বাটনে ক্লিক করে কারেকশন ফর্ম টি কে সঠিকভাবে ফিলাপ করে সাবমিট করতে হয় |সাবমিট করার সাথে সাথে আপনাকে একটা একনলেজমেন্ট নাম্বার দেয়া হয় এই একনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি পরবর্তী সময়ে আপনার ভোটার কার্ডের কারেকশন এর স্থিতি বা স্ট্যাটাস জানতে পারবেন |

অনলাইনে ভোটার কার্ড সংশোধন করুন   Apply Here


অনলাইনে নতুন ভোটার কার্ড তৈরি করুন   Apply Here


Bangla  Typing Tools : Click here





0 comments: