Sunday, November 8, 2020

নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন ? এখনই দেখে নিন আপনার জব কার্ড হয়েছে কিনা ?

 


বর্তমানে জব কার্ড আমাদের প্রায় সকলেরই রয়েছে |  যাদের যাদের জব কার্ড রয়েছে তারা সবাই সরকার থেকে প্রাপ্ত 100 দিনের কাজে অংশগ্রহণ করতে পারে  | কিন্তু যাদের কাছে জব কার্ড নেই তারা এই কাজ থেকে বঞ্চিত হয় |  জব কার্ড থেকে শুধুমাত্র 100 দিনের কাজে অংশগ্রহণ করা যায় তাই নয় জব কার্ডের নানান সুবিধা রয়েছে  | যে সুবিধাগুলো থেকে সমাজের গরীব মানুষরা খুবই উপকৃত হয় |

যাদের জব কার্ড নেই তারা কিভাবে জব কার্ড পাবেন সেটাই আজকেরে আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো |

জব কার্ড ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কার্ড-- রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি এই সমস্ত কার্ড যেকোনো সময়ই আমরা নতুন বানাতে পারি বা ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা সংশোধন করতে পারি |  কিন্তু জব কার্ডের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা | আপনি আপনার ইচ্ছামতো যেকোনো সময় জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন না বা আপনার জব কার্ডে কোন ভুলত্রুটি থাকলে সেটা সংশোধন করতে পারবেন না |

রাজ্য
সরকার থেকে যখন নতুন জব কার্ডের জন্য আবেদন জমা নেয়া হয় শুধুমাত্র সেই সময়ে আপনি অফলাইনে এর মাধ্যমে জব কার্ডের আবেদন করতে পারবেন | তবে সাধারণত নতুন করে জব কার্ড আবেদন করা যায় না তবে বিশেষ কিছু ক্ষেত্রে সরকার থেকে নতুন জব কার্ড করার আবেদন শুরু করে |

 

উদাহরণস্বরূপ বলা যায় এই লকডাউন এরপর প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন  | তাই যে সমস্ত শ্রমিকরা বাইরে থেকে পশ্চিমবঙ্গে এসেছেন লকডাউন এর সময় এবং যারা 14 দিন নিজেদেরকে করেনটাইনে রেখেছিলেন বিভিন্ন স্কুলে , ওই সমস্ত শ্রমিকদেরকে নতুন জোট করে দেয়া হচ্ছে রাজ্য সরকার থেকে |  এজন্য অনেক পরিযায়ী শ্রমিক তারা নতুন জব কার্ডের জন্য ডকুমেন্ট জমা দিয়েছিলেন তাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে  | কিন্তু এখনও পর্যন্ত অনেকেই বুঝতে পারছেন না তাদের জব কার্ড হয়েছে কি হয়নি |

নতুন জব কার্ডের জন্য আবেদন করুন এখান থেকেApply Now



যে
সমস্ত শ্রমিকরা জব কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং তারা তাদের স্ট্যাটাস জানতে চান তারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে তাদের জব কার্ডের আবেদন স্থিতি চেক করতে পারবেন |

এখানে ক্লিক করে এখনি চেক করে নিন আপনার জব কার্ড হয়েছে কিনা Click Here

0 comments: