Thursday, November 12, 2020

AEPS Daily Transaction Limit || AEPS থেকে প্রতিদিন কোন ব্যাঙ্ক থেকে কত বার টাকা তোলা ও ব্যালান্স যায়

 


বর্তমানে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার ব্যবসা প্রায় সমস্ত দোকানদাররা করছেন  | আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে | বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে |  আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম নিয়ম রয়েছে |  কোন কোন ব্যাংকে একবারের বেশি ট্রানজেকশন করা যায়না |

  আবার কোন কোন ব্যাংকে দিনে তিন থেকে চারবার ট্রানজেকশন করা যায় | যে সমস্ত ব্যাংকে দিনে একবারের বেশি ট্রানজেকশন করা যায় না সেই সমস্ত ব্যাংকের কাস্টমাররা যখন আমাদের কাছে আসে টাকা তোলার জন্য তখন একটা বড় প্রবলেম দেখা যায় |  যেমন সেই কাস্টমার দোকানে এসে প্রথমে বলে যে আমার অ্যাকাউন্ট টা আগে চেক করে দেখুন কত টাকা ব্যালেন্স রয়েছে |  যখনই আমরা ব্যালেন্স চেক করি তখন সে কাস্টমারের প্রতিদিনের লিমিট টা শেষ হয়ে যায় এবং ব্যালেন্স চেক করার পর সেই কাস্টমারের টাকা কিন্তু আর তোলা যায় না |  এর ফলে সে কাস্টমারকে আবার পরের দিন  আসতে বলতে হয় |  তাই আমরা যদি আগে থেকেই জানতে পারি যে কোন কোন ব্যাংকে একবারই ট্রানজেকশন করা যায় তাহলে আমাদের কাছে ট্রানজেকশন করাটা অনেক সহজ হয়ে যাবে |  আমরা আগেই কাস্টমারকে বলতে পারব যে আপনি ব্যালান্স ইনকোয়ারি না করে সরাসরি টাকা তুলে নিন  | তাহলে কাস্টোমারের সময় অনেকটাই বেঁচে যাবে | আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ব্যাংক মাসিক লিমিট করে দেয় অর্থাৎ মাসে সেই ব্যাংকের কাস্টমার আধার কার্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারবে তার বেশি টাকা তুলতে পারবে না  | তাই আপনাদের সকলের এ প্রত্যেকদিন এর লিমিট তা জানা অত্যন্ত জরুরী |  আধার কার্ডের মাধ্যমে কোন কোন ব্যাংকে দিনে কতবার এবং মাসে কত টাকা পর্যন্ত টাকা তোলা যাবে তার ডিটেলস এখান থেকে ডাউনলোড করে নিন |


                      Download

0 comments: